অনুব্রতর পাল্টা বিজেপি, একের পর এক হুঁশিয়ারি বিজেপি নেতাদের
পরের বছরই বিধানসভা ভোট। সময় গড়াচ্ছে। যত সময় এগোচ্ছে ততই কী বেলাগাম হয়ে পড়ছে বাংলার রাজনীতি?
নিজস্ব প্রতিবেদন: অভিযুক্তরা গ্রেফতার না হলে থানা জ্বালিয়ে দেব। কালনায় ডেপুটেশন কর্মসূচিতে অংশ নিয়ে একের পর এক তৃণমূল নেতা-মন্ত্রী ও প্রশাসনকে আক্রমণ করে হুঁশিয়ারি বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। কালনায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রীকে কুরূচিকর ভাষায় আক্রমণ আরেক বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের।
আরও পড়ুন: 'যে পাড়া থেকে ভোট কম, সেখানে সব কাজ বন্ধ', নিদান অনুব্রতর
ভোট না দেওয়ায় খোলা মঞ্চ থেকে সরকারি কাজ বন্ধের নির্দেশ দিচ্ছেন অনুব্রত মণ্ডল। পিছিয়ে নেই বিজেপিও। খয়রাশোলে যখন অনুব্রত হুঁশিয়ারি দিচ্ছেন, তখন পাল্টা হুমকির পথে বিজেপির একের পর এক নেতাও। কালনায় বিজেপি কর্মী রবীন পালের গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তরা এখনও অধরা।
এই অভিযোগে এদিন ডেপুটেশন কর্মসূচি নেয় বিজেপি। কর্মসূচিতে অংশ নিয়ে একের পর এক হুঁশিয়ারি দেন রাজু বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে কার্জন গেটের কাছে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাজ্য বিজেপির যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। পরের বছরই বিধানসভা ভোট। সময় গড়াচ্ছে। যত সময় এগোচ্ছে ততই কী বেলাগাম হয়ে পড়ছে বাংলার রাজনীতি?