Binay Tamang: তরাই-ডুয়ার্সের রাজনীতিতে নতুন মাত্রা, পৃথক দল গড়ছেন বিনয় তামাং!

বিনয় তামাংয়ের দাবি, গোর্খাল্যান্ডের থেকে এখন প্রথম প্রযোজন আদিবাসী মানুষদের জমির পাট্টা 

Updated By: Sep 26, 2021, 10:21 PM IST
Binay Tamang: তরাই-ডুয়ার্সের রাজনীতিতে নতুন মাত্রা, পৃথক দল গড়ছেন বিনয় তামাং!

নিজস্ব প্রতিবেদন: নতুন দিকে মোড় নিচ্ছে পাহাড়ের রাজনীতি! অনিত থাপার পর এবার নতুন রাজনৈতিক দল গড়ার পথে বিনয় তামাং।

রবিবার বিকেলে মেটেলি ব্লকের সামসিং চা বাগানের বিএফপি স্কুল প্রাঙ্গনে এক সামাজিক মঞ্চের সভা শেষ সাংবাদিকদের এমনই ইঙ্গিত দিলেন বিমল গুরুং ঘনিষ্ঠ এই নেতা। তবে এদিন বিনয়বাবু গোর্খাল্যান্ড ইস্যু থেকে সরে গিয়ে জমির পাট্টা থেকে শুরু করে অন্যান্যা নানা ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানালেন। পাশাপাশি কেন্দ্রের মিথ্যাচার নিয়েও তিনি সরব হন।

আরও পড়ুন-Ishwar Chandra Vidyasagar: বারবার হাত-পিছলে বেরিয়ে যান 'ঈশ্বর'হীন ঈশ্বর

বিনয় তামাংয়ের দাবি, রাজনৈতিক জীবনের তৃতীয় অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। গোর্খাল্যান্ডের থেকে এখন প্রথম প্রযোজন আদিবাসী মানুষদের জমির পাট্টা। পাশাপাশি ডুয়ার্সের সব জাতি গাষ্ঠীর মানুষদের নিয়ে চলা।

আরও পড়ুন- 'কিসের আদালত অবমাননা, আমিই বাপ,' Biplab-মন্তব্যে Mamata বললেন, বিধ্বংসী মানসিকতা  

উল্লেখ্য, একসময় বিমল গুরুংয়ের সহযোগী হলেও পরে তাঁর সঙ্গ ত্যাগ করেন বিনয় তামাং। বিমল গুরুংয়ের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর জিটিএর চেয়ারম্যানও হন। পরে সেই পদ থেকেও ইস্তফা দেন। এবার তিনি তাঁর রাজনৈতিক জীবনের তৃতীয় অধ্যায় শুরু করার ইঙ্গিত দিলেন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.