বিধায়ক দীপালি ঘোষের আত্মীয়ের দোকানের সামনে চিপসের প্যাকেট, ভিতরে মজুত অস্ত্র

গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাসের ভাসুরের বাড়ি ও দোকান থেকে উদ্ধার প্রচুর পরিমাণ অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম। সোমবার সকালে সিআইডির বিশেষ দল ওই বাড়িতে হানা দেয়। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Updated By: Mar 19, 2018, 03:38 PM IST
বিধায়ক দীপালি ঘোষের আত্মীয়ের দোকানের সামনে চিপসের প্যাকেট, ভিতরে মজুত অস্ত্র

নিজস্ব প্রতিবেদন: কানাঘুষো আগেই শোনা যাচ্ছিল। কিন্তু এইভাবে যে সিআইডি হানা দেবে, তা ভাবতে পারেননি কেউ।

আরও পড়ুন: স্কুটিতে পিছন থেকে টান সিভিক পুলিসের, লরির চাকায় থেঁতলে গেল ২ মাধ্যমিক পরীক্ষার্থী

আপাত সাধারণ একটি ঝুপড়ি দোকান। বাইরে টাঙানো বিভিন্ন চিপসের প্যাকেট। শিশির কৌটোতে রাখা নানা বেকারি বিস্কুট। রাস্তায় ধারে দোকানে সবসময় কোনও না কোনও ক্রেতা থাকেন। কিন্তু দোকানি যে তলায় তলায় কী ব্যবসা চালান, তা আঁচও করতে পারেনি কেউ। তা সম্ভবও নয়। দোকানের ভিতর উঁকি দিতেই বেরিয়ে পড়ল আসল জিনিস।

 

গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাসের ভাসুরের বাড়ি ও দোকান থেকে উদ্ধার প্রচুর পরিমাণ অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম। সোমবার সকালে সিআইডির বিশেষ দল ওই বাড়িতে হানা দেয়। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: ভরদুপুরে হাওড়া স্টেশনে আতঙ্ক

কীভাবে এতদিন ওই দোকানের ভিতর ও বাড়িতে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম মজুত করা ছিল, এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

.