পুজোয় পটকা ফাটালে ৭৫০ জন গ্রেফতার হয়, এত ভাঙচুরেও কোনও গ্রেফতারি নেই কেন?: অর্জুন সিং
রাজ্যে সাম্প্রতিক হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করবেন বিজেপি সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার এক অনুষ্ঠানে একথা জানান তিনি।
![পুজোয় পটকা ফাটালে ৭৫০ জন গ্রেফতার হয়, এত ভাঙচুরেও কোনও গ্রেফতারি নেই কেন?: অর্জুন সিং পুজোয় পটকা ফাটালে ৭৫০ জন গ্রেফতার হয়, এত ভাঙচুরেও কোনও গ্রেফতারি নেই কেন?: অর্জুন সিং](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/12/17/224239-arjun.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে সাম্প্রতিক হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করবেন বিজেপি সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার এক অনুষ্ঠানে একথা জানান তিনি।
অর্জুন সিং বলেন, 'রাজ্যে রেলের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। সাতটি ট্রেন এবং ৩০ টি বাস পুড়িয়ে দিলো যারা, তাদের একজন ও কেউ গ্রেফতার হয়নি। এদিকে দিপাবলীর দিন পটকা ফাটানোর জন্য ৭৫০ জন গ্রেফতার হয়েছিলো। আর দেশের সম্পত্তি ক্ষতির জন্য একজন ও গ্রেপ্তার হলো না। এর পিছনে মুখ্যমন্ত্রীর উসকানি আছে। তাই এই উসকানিমূলক কাজের শাস্তির জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করব।
বলে রাখি, সংবাদমাধ্যমে CAAর বিরোধিতা করে বিজ্ঞাপনী বার্তা দেওয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যে হাইকোর্টে ৪টি মামলা দায়ের হয়েছে। বুধবার মামলাগুলির শুনানি হবে। এরই মধ্যে অর্জুনের মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করে কি না তার দিকে নজর থাকবে আইনজ্ঞদের।