করোনার ভ্যাকসিন নিতে এসে মৃত্যু বৃদ্ধের, চাঞ্চল্য কুমারগঞ্জে

তদন্তে নেমেছে পুলিস।

Updated By: Jun 29, 2021, 10:29 PM IST
করোনার ভ্যাকসিন নিতে এসে মৃত্যু বৃদ্ধের, চাঞ্চল্য কুমারগঞ্জে

নিজস্ব প্রতিবেদন: কলকাতায় ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে যখন তোলপাড় চলছে, তখন দক্ষিণ দিনাজপুরে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার মারা গেলেন এক বৃদ্ধ। ঠিক কী কারণে মৃত্যু? মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল কুমারগঞ্জে।

জানা গিয়েছে, মৃতের নাম ঋষিকেশ সরকার। বয়স ৮০ বছর। বাড়ি, কুমারগঞ্জের সাফানগর গ্রাম পঞ্চায়েতের চাঁদগঞ্জ এলাকায়। কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়া ছিল। সোমবার বিকেলের দ্বিতীয় ডোজ নিতে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে যান ঋষিকেশ। সঙ্গে ছিলেন স্ত্রীও। তারপর? পরিবারে লোকেরা জানিয়েছেন, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক শুশ্রূষার ওই বৃদ্ধকে বাড়ি পাঠিয়ে দেন হাসপাতালে কর্মীরা। কিন্তু বাড়ি ফেরার পথে যখন ফের অসুস্থ হয়ে পড়েন, তখন আবার কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় সঙ্গে সঙ্গেই ঋষিকেশ সরকারকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। 

আরও পড়ুন: বৃষ্টি থেকে বাঁচতে গাছের নীচে আশ্রয়, বজ্রপাতে সেই গাছই ভেঙে পড়ল ২ জনের উপরে

এদিকে এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা। নানারকম প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। করোনার ভ্যাকসিন নেওয়ার কারণেই কি মৃত্যু? মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা কোনও প্রতিক্রিয়া মেলেনি। খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.