Malda: রাস্তা সারাইয়ের কাজে ব্যাপক দুর্নীতি! 'কাটমানি'র টাকা যাচ্ছে তৃণমূলের পকেটে?
Malda: দুই দফায় রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে এক কোটি টাকা। কিন্তু এলাকাবাসীর অভিযোগ নিয়ম মেনে কাজ হচ্ছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দুর্নীতি করছেন বরাত পাওয়ার ঠিকাদার সংস্থা।
রণজয় সিংহ: দুই দফায় হাসপাতালগামী ব্যস্ততম রাস্তার সংস্কারের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। মানা হচ্ছে না সিডিউল। এমনকি প্রকাশ্যে আনা হচ্ছে না কাজের সিডিউল। রাতের অন্ধকারে চলছে কাজ। দুর্নীতির অভিযোগ উঠতেই জেলা শাসকের নির্দেশে তদন্তে প্রশাসনিক আধিকারিকরা। তৃণমূল কংগ্রেস নেতার কাছে সামগ্রী কিনে ঠিকাদার সংস্থা নিম্নমানের কাজ করছে। কাটমানি যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে, অভিযোগ বিজেপির। পাল্টা সাফাই তৃণমূল কংগ্রেসের।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। এই রাস্তা এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা। প্রচুর মানুষ যাতায়াত করে। দুই দফায় রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে এক কোটি টাকা। কিন্তু এলাকাবাসীর অভিযোগ নিয়ম মেনে কাজ হচ্ছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দুর্নীতি করছেন বরাত পাওয়ার ঠিকাদার সংস্থা। কাজের সিডিউল প্রকাশ্যে আনা হচ্ছে না। এই ভাবে কাজ চললে যে কোন সময় নষ্ট হয়ে যাবে এই রাস্তা। এমনটাই আশঙ্কা এলাকাবাসীর।
আরও পড়ুন:Darjeeling: পাহাড়ে উল্লাস! দীর্ঘ ৪ মাস পর শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে ছুটল টয় ট্রেন...
এছাড়াও কাজ হচ্ছে রাতের অন্ধকার। যাতে দুর্নীতি থেকে ফাঁকি দেওয়া যায় মানুষের চোখকে। কাজে দুর্নীতির অভিযোগ উতেই এদিন জেলা শাসকের নির্দেশে কাজের মান খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ আলী রুমির নেতৃত্বের একটি টিম কাজ খতিয়ে সিডিউল টাঙানোর নির্দেশ দিয়েছেন। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা এক ব্যবসায়ীর কাছ থেকে কাজের জন্য প্রয়োজনীয় বালি থেকে শুরু করে সামগ্রী কিনছে বরাত পাওয়ায় ঠিকাদার সংস্থা। সেগুলি অত্যন্ত নিম্নমানের।
কাটমানির টাকা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতার পকেটে। ফলে ব্যস্ততম রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে। যদিও তৃণমূলের কংগ্রেসের দাবি দুর্নীতির অভিযোগ প্রশাসন সেটা খতিয়ে দেখছে। বিজেপি উন্নয়নকে আটকানোর জন্য এই ধরনের অভিযোগ করছে। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)