তৃণমূল কর্মীর বিরুদ্ধে সিপিএম বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ হলদিয়ায়

হলদিয়ায় সিপিএম বিধায়কের বাড়িতে হামলা। গতকাল রাতে বিধায়ক তাপসী মণ্ডলের বাড়িতে এক স্থানীয় তৃণমূল কর্মী ভাঙচুর চালায় বলে অভিযোগ। জানলার রড ভেঙে শেখ মইদুল নামে ওই ব্যক্তি ঘরে ঢোকার চেষ্টা করে বলেও অভিযোগ। বিধায়কের বাড়ির লোকজন বাধা দিতে গেলে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি শূন্যে গুলিও ছোঁড়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়কের পরিবারের সদস্যরা।

Updated By: Apr 10, 2017, 08:32 AM IST
তৃণমূল কর্মীর বিরুদ্ধে সিপিএম বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ হলদিয়ায়

ওয়েব ডেস্ক: হলদিয়ায় সিপিএম বিধায়কের বাড়িতে হামলা। গতকাল রাতে বিধায়ক তাপসী মণ্ডলের বাড়িতে এক স্থানীয় তৃণমূল কর্মী ভাঙচুর চালায় বলে অভিযোগ। জানলার রড ভেঙে শেখ মইদুল নামে ওই ব্যক্তি ঘরে ঢোকার চেষ্টা করে বলেও অভিযোগ। বিধায়কের বাড়ির লোকজন বাধা দিতে গেলে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি শূন্যে গুলিও ছোঁড়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়কের পরিবারের সদস্যরা।

এখানেই শেষ নয়। বিধায়ক ও তাঁর বাড়ির লোকজনকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দুর্গাচক থানায় অভিযোগ দায়ের হয়েছে।

এদিকে, গতকাল দলীয় সংগঠনকে চাঙ্গা করতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী বোলপুরে এসেছিলেন সামাজিক সুরক্ষা ও ন্যায়বিচার দফতরের প্রতিমন্ত্রী বিজয় সাম্পলা। কিন্তু, তাঁর সামনেই বিবাদে জড়িয়ে পড়ে স্থানীয় দুই নেতার বিবদমান গোষ্ঠী। জানা গেছে, বোলপুরের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা দিলীপ ঘোষ গোষ্ঠীর সঙ্গে আরেক বিজেপি নেতা উজ্জ্বল চ্যাটার্জির গোষ্ঠীর বিবাদেই এই গণ্ডগোল। (আরও পড়ুন- ২৪ ঘণ্টার খবরের জের, রায়গঞ্জ জেলা হাসপাতালের ঘটনা খতিয়ে দেখার আশ্বাস)

.