পাহাড় নিয়ে সর্বদল বৈঠক, থাকছে না সিপিএম-কংগ্রেস

পাহাড় নিয়ে আজ রাজ্যের ডাকে সর্বদল। কিন্তু,সরকারের সর্বদলে থাকছে না সিপিএম, কংগ্রেস ও বিজেপি। তিনদলেরই যুক্তি, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সর্বদল অর্থহীন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, কে একজন চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন, তাতে তাঁরা যাবেন কেন? একই অবস্থান CPM-এরও। বামেদের দাবি, সর্বদলের বদলে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হোক। বিজেপিও ত্রিপাক্ষিক বৈঠকের পক্ষে। আজকের সর্বদলে যাবে না বলে আগেই জানিয়ে ছিল মোর্চা। বৈঠকে থাকছে পাহাড়ের অন্য কোনও দলও। তাই, সরকারের ডাকা সর্বদলের বৈঠকের ভবিষ্যত বিশবাঁও জলে। আরও পড়ুন- লক্ষ্য গোর্খাল্যান্ড, একজোট পাহাড়ের সব দল

Updated By: Jun 22, 2017, 09:14 AM IST
পাহাড় নিয়ে সর্বদল বৈঠক, থাকছে না সিপিএম-কংগ্রেস

ওয়েব ডেস্ক: পাহাড় নিয়ে আজ রাজ্যের ডাকে সর্বদল। কিন্তু,সরকারের সর্বদলে থাকছে না সিপিএম, কংগ্রেস ও বিজেপি। তিনদলেরই যুক্তি, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সর্বদল অর্থহীন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, কে একজন চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন, তাতে তাঁরা যাবেন কেন? একই অবস্থান CPM-এরও। বামেদের দাবি, সর্বদলের বদলে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হোক। বিজেপিও ত্রিপাক্ষিক বৈঠকের পক্ষে। আজকের সর্বদলে যাবে না বলে আগেই জানিয়ে ছিল মোর্চা। বৈঠকে থাকছে পাহাড়ের অন্য কোনও দলও। তাই, সরকারের ডাকা সর্বদলের বৈঠকের ভবিষ্যত বিশবাঁও জলে। আরও পড়ুন- লক্ষ্য গোর্খাল্যান্ড, একজোট পাহাড়ের সব দল

.