Abhishek Banerjee: 'হাইকোর্ট তুলে দেওয়া উচিত', চাকরি বাতিলে বিস্ফোরক অভিষেক!
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সু্প্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার। শিক্ষা দফতর সূত্রে খবর, চাকরিহারাদের বেতন আপাতত বন্ধ হচ্ছে না। যোগ্য় চাকরিপ্রার্থীদের অভিষেকের বার্তা. 'আপনারা বিব্রত হবেন না। দলগত তৃণমূল সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। কারোর চাকরি আমরা যেতে দেব না'।
![Abhishek Banerjee: 'হাইকোর্ট তুলে দেওয়া উচিত', চাকরি বাতিলে বিস্ফোরক অভিষেক! Abhishek Banerjee: 'হাইকোর্ট তুলে দেওয়া উচিত', চাকরি বাতিলে বিস্ফোরক অভিষেক!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/04/25/470764-abhi.png)
মনোরঞ্জন মিশ্র: এসএসসি মামলায় ২৪ হাজার শিক্ষকের চাকরি বাতিল! 'কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাজশে রয়েছে', বললেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর মতে, 'কোর্ট ফিক্সিং হচ্ছে। আগে আমরা ব্যাটিং শুনতাম। এখন ব্যাটিং এ নতুন মাত্রা যোগ করছে কলকাতা হাইকোর্টের একাংশ। বিজেপির লোকেরা ব্যাটিং করছে আর সেই ব্যাটিং এ দোসর হিসেবে কাজ করছে বিচারকের আসনে থাকা কিছু বিচারপতিরা'।
২ দিন পার। দুর্নীতির অভিযোগে ২০১৬ সালে এসএসসিতে ২৪ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল করে দিয়েছে হাইকোর্ট। সঙ্গে বেতন ফেরতের নির্দেশও। কবে? গত সোমবার।
এদিকে লোকসভা ভোট শুরু হয়েছে। ষষ্ঠ দফায় ভোট হবে পুরুলিয়ায়। সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরেও। গতবার পুরুলিয়া জিতেছিলেন বিজেপির জ্য়োতির্ময় সিং মাহাত। এবারও তিনিই প্রার্থী। আজ, বৃহস্পতিবার পুরুলিয়া সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক।
অভিষেক বলেন, 'আদালতের বিচারপতিরা, যাঁরা মামলা শুনছিল, তাঁরা আজকে বিজেপি প্রার্থী। পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে। আজকে ২৪ ২৫ হাজার যোগ্য় প্রার্থী চাকরি কেড়ে নিল আদালত। তারমানে তর্কের খাতিরেই ধরি যে এই মামলা শুনছিল, যে যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেক আদালতটাই তুলে দেওয়া উচিত। আদালতের বক্তব্য় হিসেবেই'।
কেন? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যু্ক্তি, 'আপনি বলছেন ১ হাজার বা ১৫০০ জন প্যানলের বাইরে থেকে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতিল। তাহলে ১ জন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে, তাহলে সব বিচারপতি বিজেপি হয়ে গেল তা আমি বলছি না। কিন্তু আপনার যুক্তি ধরে নিই, তাহলে তো তাই হচ্ছে'।
এর আগে, মালদহের রতুয়া ভোট-প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, 'আগামী সপ্তাহের শুরুতে এমনটা একটা বোম পড়বে যে, তৃণমূল বেসামাল হযে যাবে। তৃণমূল কুলকিনারা পাবে না। সেই ব্য়বস্থা হতে যাচ্ছে। অপেক্ষা করে থাকুন'। অভিষেক বলেন, 'বিচারপতি বলেছেন সবার চাকরি বাতিল করে দেওয়া হবে। তার দুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন সপ্তাহের শুরুতেই বোম ফাটাব। রায়টা এলো কবে ? এটা কি কাকতালীয় ? এই প্রশ্নটাই আমি আপনাদের কাছে রাখছি'।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সু্প্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার। শিক্ষা দফতর সূত্রে খবর, চাকরিহারাদের বেতন আপাতত বন্ধ হচ্ছে না। যোগ্য় চাকরিপ্রার্থীদের অভিষেকের বার্তা. 'আপনারা বিব্রত হবেন না। দলগত তৃণমূল সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। কারোর চাকরি আমরা যেতে দেব না'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)