Leopard in Purulia: জঙ্গলে ঘাপটি মেরে বসে চিতাবাঘ! ক্যামেরায় ধরা পড়ল ছবি

স্থানীয় বাসিন্দাদের সতর্ক করল বন দফতর।

Updated By: Mar 12, 2022, 06:25 PM IST
Leopard in Purulia:  জঙ্গলে ঘাপটি মেরে বসে চিতাবাঘ! ক্যামেরায় ধরা পড়ল ছবি

নিজস্ব প্রতিবেদন: পুরুলিয়ায় চিতাবাঘ (Leopard)! গভীর জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ছবি। বাঘটিকে নজরে রেখেছে বনদফতর। সাধারণ মানুষকে সতর্ক করতে প্রচার চলছে এলাকায়।

বন দফতর সুত্রে খবর,  লোকালয় থেকে অনেকটাই দূরে। মানুষের যাতায়াত প্রায় নেই বললেই চলে। পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলটি ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া। স্থানীয় সিমনি ঝাবর এলাকায় গভীর জঙ্গলে দেখা মিলল চিতাবাঘের। কয়েকদিন আগে ওই এলাকায় একটি গরুর মৃতদেহ নজরে পড়ে বনকর্মীদের। এরপরই জঙ্গলে ট্যাপ ক্যামেরা বসানো হয়। সেই ক্যামেরাতেই গতকাল, শুক্রবার রাতে চিতাবাঘের ছবি ধরা পড়েছে।

চিতাবাঘটি কি ওই জঙ্গলেরই নাকি অন্য কোথা থেকে এসেছে? সে বিষয়ে অবশ্য নিশ্চিত নয় বন দফতর। স্থানীয় বাসিন্দাদের গভীর জঙ্গল যেতে নিষেধ করা হয়েছে। যে চিতাবাঘের ছবি ধরা পড়েছে ক্যামেরায়, সেটি পুরুষ চিতাবাঘ। বয়স চার বছর।

আরও পড়ুন: পণ্যবাহী জাহাজের প্রোপেলারের আঘাত, মারাত্মক আহত ৯ ফুটের গ্যাঞ্জেটিক ডলফিন

কয়েক বছর আগে পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চল লগোয়া লোকালয়ে চলে এসেছিল একটি চিতাবাঘ। স্থানীয় বাসিন্দাদের তাড়া করেন। ভয়ে বাঘটিকে ঢুকে একটি বাড়ি শৌচালয়ে। এরপর এক পুলিস আধিকারিক যখন শৌচাগারের দরজা খোলেন, তখন বাঘটি তাঁর পর ঝাঁপিয়ে পড়ে। জখম হন ওই পুলিস আধিকারিক। শেষপর্যন্ত চিতাবাঘটি নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলেন গ্রামবাসীরা।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.