Malda Murder: ২ কন্যাসন্তান জন্ম দেওয়ার 'অপরাধ'? গৃহবধূকে 'খুন' শ্বশুরবাড়ির!

সোমবার রাত্রে মেয়ের শ্বশুরবাড়িতে শোবার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে মৃতার গালে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। অর্চনা করমকারের দাবি তার মেয়েকে খুন করেছে শশুর, শাশুড়ি এবং ননদ।

Updated By: Mar 22, 2022, 11:28 AM IST
Malda Murder: ২ কন্যাসন্তান জন্ম দেওয়ার 'অপরাধ'? গৃহবধূকে 'খুন' শ্বশুরবাড়ির!
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। পরপর দুটি কন্যা সন্তান হওযায় শশুর, শাশুরি এবং ননদের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচোল থানার চণ্ডীপুর গ্রামে। চাঁচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে চাঁচলের দরিয়াপুর গ্রামের বাসিন্দা প্রতিমা কর্মকারের সঙ্গে বিয়ে হয় চন্ডিপুরের বাসিন্দা মনোজ থোকদারের। বিয়ের পর সব ঠিকঠাক থাকলেও পরপর দুটি কন্যা সন্তান জন্মানোর পর থেকেই প্রতিমার উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। 

মৃতার মা অর্চনা কর্মকারের অভিযোগ দুটি কন্যা সন্তান হওয়ার পর থেকেই শশুর, শাশুড়ি এবং ননদ তার মেয়ের উপর অত্যাচার করত। গ্রামে সালিশি সভা বসিয়েও অত্যাচারের মাত্রা একটুও কমেনি বলে তাদের অভিযোগ। 

আরও পড়ুন: Rampurhat Bombing: রামপুরহাটে তৃণমূল উপপ্রধান খুন, বোমাবাজিতে আরও ৬ জনের মৃত্যুর আশঙ্কা

সোমবার রাত্রে মেয়ের শ্বশুরবাড়িতে শোবার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে মৃতার গালে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। অর্চনা করমকারের দাবি তার মেয়েকে খুন করেছে শশুর, শাশুড়ি এবং ননদ।

 এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে চাঁচল থানায়। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্তরা। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.