Mosquito Bites: মশার কামড়ে নতুন করে ফিরে এসেছে 'মহা আতঙ্কের' এই অসুখ! ভুগতে হতে পারে সারাজীবন...
একবার এই অসুখ হলে সেই রোগীর সারাজীবন কিছু না কিছু সমস্যা থেকে যায় শরীরে। বিশেষ করে...
দেবব্রত ঘোষ: আবার নতুন করে ফিরে এল ফাইলেরিয়া অসুখ। ৫ জন স্কুল ছাত্রের এই অসুখ ধরা পড়েছে। হাওড়া পুর এলাকার ১০,১১,২৯,৩৬ এই চারটি ওয়ার্ডের চার স্কুলের ছাত্র এরা।
ফাইলেরিয়া অসুখ কিউলেক্স মশার কামড়ে হয়। একবার এই অসুখ হলে সেই রোগীর সারাজীবন কিছু না কিছু সমস্যা থেকে যায় শরীরে। বিশেষ করে হাত পা ফুলে যায় বেশি মাত্রায়। ফাইলেরিয়া মশাবাহিত অসুখ। প্রথমে জ্বর হয়। এরপর হাত পা ফুলতে থাকে। অসুখ প্রতিরোধে নেমেছে হাওড়া পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতর।
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশে নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প করে দেওয়া হবে এই অসুখ প্রতিরোধক ওষুধ। এরপর বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দেওয়া হবে। পুর এলাকার সমস্ত মানুষকে ওষুধ দেওয়া হবে। ফাইলেরিয়া প্রতিরোধে ১২ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে দুটি করে ওষুধ খেতে হবে।
একটির নাম এলবেনডাজোল ও অন্যটির নাম ডি ই সি। হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান এই অসুখ নির্মূল হয়ে গিয়েছিল হাওড়া পুর এলাকা থেকে। কিন্তু নতুন করে আবার ৫ জন আক্রান্ত হয়েছে। সকলেই স্কুলছাত্র। তবে আর কেউ যাতে আক্রান্ত না হয় তারজন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)