নদীর চরে গুরুংয়ের গোপন আস্তানায় ২৪ ঘণ্টা
সন্দীপ সরকার
পাশ দিয়ে বয়ে চলেছে ছোট রঙ্গিত নদী। ওপারে সিকিম। লিম্বু বস্তির এই জায়গাতেই লুকিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। সেখানে পৌঁছে গিয়েছিল ২৪ ঘণ্টা।
লিম্বু বস্তিতে সড়ক থেকে প্রায় দু'কিলোমিটার দূরে আশ্রয় নিয়েছিলেন গুরুং। পাশ দিয়েই বয়ে চলেছে ছোট রঙ্গিত নদী। এখানে চলত অস্ত্র প্রশিক্ষণও। রান্নার বাসনপত্র রয়েছে। রাখা রয়েছে পশু। এখনও রয়ে গিয়েছে ভাত, ডাল, মাংস। পুলিস অতর্কিতে হামলা চালিয়েছিল। ফলে সবকিছু ফেলেই পালাতে হয়েছে গুরং ও তাঁর অনুগামীদের। নজরদারি চালানোর জন্য জঙ্গলে ছোট ছোট ক্যাম্পও ছিল অনুগামীদের।
নদীতেও নজর রাখত গুরুং অনুগামীরা। পাড় বরাবার একাধিক পোস্ট। পুলিস যখন হামলা চালিয়েছিল, তখন ছোট রঙ্গিত নদী পেরিয়ে পালিয়েছিলেন বিমল গুরুং। পুলিসের উপরে ফায়ারিং করে তাঁকে কভার করেছিল তাঁর অনুগামীরা।
আরও পড়ুন, গুরুংয়ের মৃত্যুতেই প্রতিশোধ চান, 'শানু'কে পাশে বসিয়ে সেই ছবি দেখাবেন বিউটি