ক্যান্সারে আক্রান্ত যুবরাজ সিংয়ের বাবা

মাত্র একবছর আগে ক্যান্সারকে হারিয়ে জীবনে ফিরেছেন যুবরাজ সিং। দুরারোগ্য ক্যন্সারের সঙ্গে জীবনযুদ্ধে জিতে তিনি এখন অনেকের আইডল। কিন্ত নিজের শরীর থেকে ক্যান্সারকে দূরে পাঠালেও জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারলেন না যুবি। তাঁর পর এবার ক্যান্সারে আক্রান্ত হলেন যুবরাজের বাবা যোগরাজ সিং।

Updated By: Jun 5, 2014, 05:20 PM IST

মাত্র একবছর আগে ক্যান্সারকে হারিয়ে জীবনে ফিরেছেন যুবরাজ সিং। দুরারোগ্য ক্যন্সারের সঙ্গে জীবনযুদ্ধে জিতে তিনি এখন অনেকের আইডল। কিন্ত নিজের শরীর থেকে ক্যান্সারকে দূরে পাঠালেও জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারলেন না যুবি। তাঁর পর এবার ক্যান্সারে আক্রান্ত হলেন যুবরাজের বাবা যোগরাজ সিং।

শোনা যাচ্ছে, নিউ ইয়র্কের এক হাসপাতালে ভোকাল কর্ডের টিউমার অস্ত্রপচার করে বাদ দেওয়া হয়েছে। গলা আটকে যাওয়া, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপরই ধরা পড়ে ক্যান্সার বাসা বেঁধেছে শরীরে।

২০১১ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলাকালীন প্রথম ফুসফুসে সংক্রমণের খবর পান যুবরাজ সিং। অসুস্থতা সত্ত্বেও বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন যুবরাজ। এরপর নিউ ইয়র্কে টানা ৩ মাস চিকিত্‍সার পর ক্যান্সারমুক্ত হয়ে দেশে ফেরেন যুবি।

.