Rohit Sharma, WTC Final 2023: আঙুলে গুরুতর চোট, অজিদের বিরুদ্ধে মেগা ফাইনালের আগে দলের চিন্তা বাড়ালেন রোহিত
মাঠে বল পড়ার আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে প্যাট কামিন্সের অজিবাহিনী। তবে রোহিত কিন্তু প্রথম একাদশ নিয়ে বরাবরের মতো ধোঁয়াশা বজায় রেখে দিলেন। কিন্তু কেন প্রথম একাদশ সামনে আনতে চাইছেন না 'হিটম্যান'?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের চোটের কবলে রোহিত শর্মা (Rohit Sharma)। ফের একবার চোট-আঘাতে জর্জরিত ভারতীয় দল। এবার চোটের তালিকায় নাম লেখালেন রোহিত। হাতে আর মাত্র কয়েকটা ঘণ্টা। ৭ জুন ওভালের (The Oval) বাইশ গজে বিশ্ব টেস্ট ফাইনাল (ICC World Test Championship Final 2023) খেলতে নামবে ভারতীয় দল (Team India)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে মেগা ফাইনালের আগে হাতের আঙুলে গুরুতর চোট পেলেন দলের অধিনায়ক।
এমনিতে ম্যাচের আগের দিন দলের প্রথম সারির ক্রিকেটাররা সচরাচর অনুশীলন করেন না। মঙ্গলবারও ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। রোহিত ছাড়া প্রথম সারির কোনও তারকাই এদিন অনুশীলনে আসেননি। ভারত অধিনায়ক এদিন সাংবাদিক বৈঠক সেরে নেটে চলে যান ব্যাট করতে। সেখানে থ্রো-ডাউন নিতে গিয়েই যাবতীয় বিপত্তি। একটি বল অতিরিক্ত বাউন্স নিয়ে সোজা আঘাত করে রোহিতের হাতে। তারপরই নেট ছেঁড়ে বেরিয়ে যান ভারত অধিনায়ক। কিছুক্ষণ ফিজিও কমলেশ প্যাটেলের সঙ্গে কথা বলেন তিনি। দীর্ঘক্ষণ প্যাড পরে বসে থাকলেও এরপর আর ব্যাট হাতে নামতে দেখা যায়নি ভারত অধিনায়ককে।
আরও পড়ুন: Sourav Ganguly, WTC Final 2023: আগ্রাসী অজিদের জন্যই খোলস ছেড়ে বেরিয়েছে ভারত, অকপটে জানালেন সৌরভ
রোহিত এবং শুভমন গিলের ওপেন করবেন বলেই সবাই জানে। আইপিএলে সাদা বলের ক্রিকেটে ছন্দে ছিলেন শুভমন। রানের মধ্যে ফিরেছেন রোহিতও। তাঁদের জুটিই ওপেন করবে বলে মনে করা হচ্ছে। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো বড় ম্যাচে রোহিত ছোট চোটের কারণে খেলবেন না, এমনটা হবে না বলেই মনে করা হচ্ছে। রোহিত খেলতে না পারলে ভারতীয় দলকে ওপেনার নিয়ে চিন্তা করতে হবে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে চোট পেয়েছিলেন রোহিত। সেই সময় মুম্বইয়ে চিকিৎসা করিয়েছিলেন তিনি। এবার ফাইনালের আগে আঙুলে চোট পেলেন রোহিত।
রোহিতের আঘাত কতটা গুরুতর সেটা এখনও স্পষ্ট নয়। তবে যেভাবে একের পর এক ভারতীয় ব্যাটার অতিরিক্ত বাউন্সের জন্য আঘাত পাচ্ছেন, সেটা চিন্তার কারণ হতে পারে ভারতীয় শিবিরের। এর আগে চেতেশ্বর পূজারা অনুশীলনের সময় আঘাত পেয়েছেন। ঈশান কিশানও আঘাত পেয়েছিলেন। ওভালের পিচে যদি বল এভাবেই উঠতে থাকে, তাহলে প্যাট কামিন্স, স্কট বোলান্ড বা মিচেল স্টার্করা ভারতকে চাপে রাখতে পারে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)