Hardik Pandya | IND vs BAN: কেন সূর্য অধিনায়ক! সিরিজ শুরুর আগেই ফুঁসছেন বিশ্বকাপ জয়ী সিনিয়র, বিবৃতিতে তুলকালাম

World Cup Winning Indian Cricketer Fume To See Hardik Pandya As T20I Captain: কীভাবে হার্দিক পাণ্ডিয়ার জায়গায় সূর্যকুমার যাদবকে করা হল ভারতের টি-২০ অধিনায়ক! প্রশ্ন তুলে ফুঁসছেন হরভজন সিং।

Updated By: Oct 5, 2024, 01:08 PM IST
Hardik Pandya | IND vs BAN: কেন সূর্য অধিনায়ক! সিরিজ শুরুর আগেই ফুঁসছেন বিশ্বকাপ জয়ী সিনিয়র, বিবৃতিতে তুলকালাম
হার্দিক পান্ডিয়ার হয়ে সওয়াল হরভজনের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-বাংলাদেশ (IND vs BAN) দু' ম্যাচের টেস্ট সিরিজ এখন অতীত। আগামিকাল থেকে শুরু হয়ে যাচ্ছে দুই দেশের তিন ম্য়াচের টি-২০আই সিরিজ। গোয়ালিয়রে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল মুখোমুখি হচ্ছে নাজমুল হোসেন শান্তদের বিরুদ্ধে। ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েই, দেশের জার্সিতে কুড়ি ওভারের সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি এখন টেস্ট ও ওডিআই ক্যাপ্টেন। ভারতের নতুন টি-২০ অধিনায়কের নাম সূর্যকুমার। তবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বদলে কেন সূর্যকুমারকে দায়িত্ব দেওয়া হল! এই মর্মে প্রশ্ন তুলেই ফুঁসছেন দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন নক্ষত্র হরভজন সিং (Harbhajan Singh)!

আরও পড়ুন: নেতৃত্বের দৌড়ে এগিয়েও পপাত চ! কীভাবে হার্দিককে মাত সূর্যর? 

এক পডকাস্টে হরভজন বলেন, 'বিশ্বাস করুন হার্দিককে অধিনায়ক না করায় আমি খুবই অবাক হয়েছি, বলতে পারেন একটা পর্যায়ে গিয়ে বেশ হতাশও হয়েছি। হার্দিক ভাইস-ক্য়াপ্টেন ছিল, রোহিত শর্মা ক্য়াপ্টেনসি ছেড়ে দেওয়ার পর, হিসেব মতো হার্দিকেরই অধিনায়ক হওয়া উচিত। ফিটনেসের মাপকাঠিতে ওকে অধিনায়ক করা হল না। অথচ সেভাবে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটই নেই বছরভর। টি-২০ বিশ্বকাপ জেতানোর পর আচমকাই হার্দিক বিরাট সেটব্য়াক পেল। এটা ঠিক নয়। আমার বিরাট সম্মান সূর্যকুমার যাদবের উপর। অবিশ্বাস্য় প্লেয়ার। দারুণ ছেলে। খুবই নিঃস্বার্থ। সূর্যও ভাবেনি যে, এরকমটা হতে চলেছে।'

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তওহিদ হৃদয়, মাহমদুল্লাহ, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

আরও পড়ুন: লখনউয়ে সরফরাজের নবাবিয়ানা, বোলারদের কাবাব বানিয়ে ২২১*! সচিন-রাহুলের সঙ্গে ইতিহাসে
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.