মেগা সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত
Updated By: Jul 20, 2017, 09:39 AM IST
ব্যুরো: বিশ্বকাপের মেগা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ঝুলনদের আশা অসিদের হারিয়েই ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত।
ছয় বারের চ্যাম্পিয়ন অসিদের কাছে গ্রুপ লিগের ম্যাচে হেরেছিল ভারত। কিন্তু সেমিফাইনালে তার পুনরাবৃত্তি হতে দিতে নারাজ মিথালি-ঝুলনরা। গ্রুপ লিগে অস্ট্রেলিয়া মাত্র একটি ম্যাচ হেরেছিল। উল্টোদিকে ভারত দুটি ম্যাচে হার মানে। পরিসংখ্যানের খাতিরে এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্য ভারতকে দেখা যাবে বলেই আশা করছেল ঝুলন গোস্বামীরা। মিথালিরাজ,হরমনপ্রিত কউর,পুনম রাউত, রাজেশ্বরী গায়কোয়াড়ের ফর্ম এই স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় দলকে। ঝুলনদের আশা অসিদের হারিয়েই ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। আরও পড়ুন- ৩৫ বছর বয়সে অষ্টমবার উইম্বলডন জিতে ইতিহাস গড়লেন রজার ফেডেরার