ইংল্যান্ড ফুটবল কেঁদেই চলেছে

ফুটবলের নিয়মে গোল করলেই ম্যাচ জেতা যায়। কিন্তু গোল করে হারার রেকর্ডও আছে। গোল করে স্বপ্ন ভাঙার নজির অবশ্য বিশ্বফুটবলে এই প্রথম নয়। বিশ্ব ফুটবলে নিজের জালেই বল জড়িয়ে ফুটবলের কুখ্যাত দিন রচনা করেছিল 'দ্য গ্রেট এসকোবার'। বিশ্বকাপের মূল পর্বে আত্মঘাতী গোল করে আততায়ীদের হাতে খুন হতে হয়েছিল কলম্বিয়ান ফুটবলারকে। তারপর সবটাই ইতিহাস। মহিলাদের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড দল জাপানের কাছে হারল আত্মঘাতী গোল করেই। সেমিফাইনালে জাপানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বজয়ের স্বপ্নকে কফিন বন্দি করলেন নিজেদের পায়েই। খেলার নির্ধারিত সময়ে ফলাফল ছিল ১-১। ইঞ্জুরি টাইমে লরা বাসেট্টের আত্মঘাতী গোলেই ফুটবল মাঠে ইংল্যান্ডের স্বপ্ন মরল। মন হল মেঘলা আর চোখে এল বৃষ্টির ধারা। সেই ধারা আজকের নয়। ফুটবল থেকে ক্রিকেট, রাগবি থেকে হকি কান্নাই সঙ্গী হয়েছে গ্রেট ব্রিটেনের। খেলায় হার আর সবুজ ঘাসে ওপর শিশির বিন্দুর মত জমেছে ব্রিটেনের তাবড় তাবড় খেলোয়াড়দের চোখের জল।

Updated By: Jul 2, 2015, 08:07 PM IST
ইংল্যান্ড ফুটবল কেঁদেই চলেছে

ওয়েব ডেস্ক: ফুটবলের নিয়মে গোল করলেই ম্যাচ জেতা যায়। কিন্তু গোল করে হারার রেকর্ডও আছে। গোল করে স্বপ্ন ভাঙার নজির অবশ্য বিশ্বফুটবলে এই প্রথম নয়। বিশ্ব ফুটবলে নিজের জালেই বল জড়িয়ে ফুটবলের কুখ্যাত দিন রচনা করেছিল 'দ্য গ্রেট এসকোবার'। বিশ্বকাপের মূল পর্বে আত্মঘাতী গোল করে আততায়ীদের হাতে খুন হতে হয়েছিল কলম্বিয়ান ফুটবলারকে। তারপর সবটাই ইতিহাস। মহিলাদের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড দল জাপানের কাছে হারল আত্মঘাতী গোল করেই। সেমিফাইনালে জাপানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বজয়ের স্বপ্নকে কফিন বন্দি করলেন নিজেদের পায়েই। খেলার নির্ধারিত সময়ে ফলাফল ছিল ১-১। ইঞ্জুরি টাইমে লরা বাসেট্টের আত্মঘাতী গোলেই ফুটবল মাঠে ইংল্যান্ডের স্বপ্ন মরল। মন হল মেঘলা আর চোখে এল বৃষ্টির ধারা। সেই ধারা আজকের নয়। ফুটবল থেকে ক্রিকেট, রাগবি থেকে হকি কান্নাই সঙ্গী হয়েছে গ্রেট ব্রিটেনের। খেলায় হার আর সবুজ ঘাসে ওপর শিশির বিন্দুর মত জমেছে ব্রিটেনের তাবড় তাবড় খেলোয়াড়দের চোখের জল।

১৯৯১ বিশ্বকাপ। ব্রিটেন কোয়ালিফাই'ই করতে পারেনি।
১৯৯৫ বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে হেরে বিদায়।
১৯৯৯ বিশ্বকাপ। কোয়ালিফাই'ই করতে পারেনি ব্রিটেন।
২০০৩ বিশ্বকাপ। কোয়ালিফাই করতে পারেনি ব্রিটেন।
২০০৭ বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রিটেন।
২০১১ বিশ্বকাপ।  কোয়ার্টার ফাইনালে বিদায় নেয় ব্রিটেন।
২০১৫ বিশ্বকাপ। সেমিফাইনালে জাপানের কাছে হেরে বিদায়।

একমাত্র একবারই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। সেটাও টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে। ইংল্যান্ড এখনও পর্যন্ত ফুটবলে সেরকম চমক দেখাতে পারেনি। অথচ ইংলিশ প্রিমিয়ার লিগের মত এত বড় টুর্নামেন্টের আয়োজক দেশ ব্রিটেন। এই টুর্নামেন্টের এককালীন তারকারাও ব্যার্থ ব্রিটেনকে বিশ্বকাপ এনে দিতে। 

বার বার হেরে বাড়ি ফিরতে হেয়েছে ব্রিটেনকে, আর বিদায় বেলায় একমাত্র সঙ্গী হয়েছে কান্না। সেই ছবিরও পরিবর্তন হয়নি। বিশ্বকাপে কাঁদতে হয়েছে ডেভিড ব্যাকহাম, ওয়েন রুনিকে। মহিলাদের ফুটবল বিশ্বকাপেও সেই একই ছবি। 

.