২০০৩ বিশ্বকাপের দলে ধোনিকে না পাওয়ায় আক্ষেপ সৌরভের
নিজের প্রথম বইতে মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করে 'দ্য প্রিন্স অব ক্যালকাটা' জানিয়েছেন, "আমি খুশি, আমার পর্যবেক্ষণ সঠিক ছিল। যেভাবে ধাপে ধাপে উচ্চতার শিখরে ধোনি পৌঁছেছে তা সত্যিই আশ্চর্যের।"
নিজস্ব প্রতিবেদন: ২০০৩ বিশ্বকাপে তাঁর দলে ধোনি ছিলেন না, আক্ষেপ সৌরভের। 'অ্যা সেঞ্চুরি ইজ নট এনাফ'-এর পাতায় বেহালার বাঁ হাতি আক্ষেপের সুরে লিখেছেন, "যদি আমি ২০০৩ সালের বিশ্বকাপ দলে ধোনিকে পেতাম! আমরা যখন বিশ্বকাপ খেলছি মহেন্দ্র সিং ধোনি তখনও ভারতীয় রেলের টিকিট কালেক্টর।"
আরও পড়ুন- 'বিমানের উড়ানেও রানওয়ে লাগে', রান-আপ ছোট করার প্রশ্নে শোয়েবের জবাব সৌরভকে
বরাবরই প্রতিভাবান ক্রিকেটারের অন্বেষণ করেছেন সৌরভ। তাঁর নেতৃত্বেই বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, মহম্মদ কাইফের মতো ক্রিকেটাররা ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। এমনকী মহেন্দ্র সিং ধোনিও সৌরভেরই 'আবিষ্কার'। বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে তৈরি 'এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি'তেও সেকথা নির্দ্বিধায় মেনে নেওয়া হয়েছে। ধোনির বাছাইয়ের ক্ষেত্রে সৌরভের সক্রিয় ভূমিকা থাকলেও সেভাবে তাঁকে ব্যবহার করতে পারেননি বাংলার মহারাজ।
আরও পড়ুন- অবসরের প্রশ্ন উড়িয়ে যুবরাজের ব্যাট বিশ্বকাপের দিকে
মহেন্দ্র সিং ধোনি তাঁর জাদু দেখাতে শুরু করেছেন রাহুলের আমল থেকেই। পাকিস্তানের বিরুদ্ধে শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে নায়োকচিত ব্যাটিং। এরপর তাঁর হাত ধরেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। ধোনির নেতৃত্বেই সচিনের স্বপ্ন স্যতি হয়, ২০১১ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে 'মেন ইন ব্লু'।
আরও পড়ুন- নাইটদের চার বিদেশির ওপর সৌরভের শিলমোহর
নিজের প্রথম বইতে মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করে 'দ্য প্রিন্স অব ক্যালকাটা' জানিয়েছেন, "আমি খুশি, আমার পর্যবেক্ষণ সঠিক ছিল। যেভাবে ধাপে ধাপে উচ্চতার শিখরে ধোনি পৌঁছেছে তা সত্যিই আশ্চর্যের।"