প্রতিশোধ নয়, সাম্যের লড়াই! বর্ণবিদ্বেষের বিরুদ্ধে গর্জে উঠলেন ডিজে ব্র্যাভো

ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল, ড্যারেন সামির পর এবার মুখ খুললেন তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো।

Updated By: Jun 10, 2020, 01:13 PM IST
প্রতিশোধ নয়, সাম্যের লড়াই! বর্ণবিদ্বেষের বিরুদ্ধে গর্জে উঠলেন ডিজে ব্র্যাভো

নিজস্ব প্রতিবেদন: সারা বিশ্বের বিভিন্ন প্রান্তেই হয়তো বর্ণবিদ্বেষের শিকার কৃষ্ণাঙ্গরা। মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পুলিসি অত্যাচারে মৃত্যুর পর সরব অনেকেই। ফ্লয়েডের মৃত্যু যেন অনেক গোপন কথা প্রকাশ্যে নিয়ে আসছে। ক্রীড়াজগতেও একের পর এক তারকা মুখ খুলছেন। ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল, ড্যারেন সামির পর এবার মুখ খুললেন তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো।

বিশ্বজুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছে তাতে সামিল ডিজে ব্র্যাভো। তিনি বলেন, " আমি নিজে একজন কালো মানুষ হওয়ায় এই বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আমরা কৃষ্ণাঙ্গরা নিজেদের সম্মানের জন্য লড়াই করছি। কারোর বিরুদ্ধে প্রতিশোধের জন্য লড়াই করতে নামিনি। কালো মানুষদের এই লড়াই সাম্যের জন্যে লড়াই শুধু।"

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

United we stand. #blackouttuesday

A post shared by Dwayne Bravo Aka Mr. Champion (@djbravo47) on

পাশাপাশি ব্র্যাভো আরও বলেছেন, "আমরা কোলা মানুষ হলেও তো অন্যদের সম্মান করি। আমাদেরও তো সম্মান প্রাপ্য! অনেক হয়েছে, আর নয়। কোনও যুদ্ধ নয়, আমরা শুধুমাত্র সমান অধিকার চাই।"

 

আরও পড়ুন - মৃতপ্রায় পাখিকে বাবার কাছে নিয়ে গেল জিভা, প্রাণ বাঁচিয়ে দিলেন ধোনি

.