Virat Kohli, IND vs SL: ঈশানকে সঙ্গে নিয়ে অনিল কাপুরের মতো বিরাটের উদ্দাম নাচ! ভিডিয়ো ভাইরাল

দাসুন শনাকার দলকে ৪ উইকেটে হারিয়ে দেওয়ার পর, তখন রাতের ইডেনে লেজার শো চলছে। সঙ্গে বেজেই চলেছে হিন্দি চটুল গান। সেই গানের তালে কোমর দুলিয়ে দিলেন বিরাট। 

Updated By: Jan 13, 2023, 02:44 PM IST
Virat Kohli, IND vs SL: ঈশানকে সঙ্গে নিয়ে অনিল কাপুরের মতো বিরাটের উদ্দাম নাচ! ভিডিয়ো ভাইরাল
মাঠের বাইরেও বিরাটের সঙ্গে সময় কাটাচ্ছেন ঈশান। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজের যুদ্ধে আগ্রাসী মনোভাবে থাকলেও, মাঠের বাইরে একেবারে ফুরফুরে মেজাজে থাকেন বিরাট কোহলি (Virat Kohli)। মাঝেমধ্যেই অনিল কাপুরের (Anil Kapoor) ভঙ্গিমায় নেচে ওঠেন বিরাট। সেই দৃশ্য ফের একবার দেখা গেল। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারানোর পর একদিনের সিরিজও জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এরপরেই ক্লাব হাউসের লনে ঈশান কিশানকে (Ishan Kishan) সঙ্গে নিয়ে উদ্দাম নাচে মাতলেন 'কিং কোহলি' (King Kohli)। ভারতীয় দলের দুই তারকাকে এমনভাবে নাচতে দেখে তখন ক্লাব হাউসের লোয়ার টিয়ারে ভিড় জমে গিয়েছে। দর্শকদের চিৎকারে তখন কান পাতা দায়! সেই নাচের ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। 

দাসুন শনাকার দলকে ৪ উইকেটে হারিয়ে দেওয়ার পর, তখন রাতের ইডেনে লেজার শো চলছে। সঙ্গে বেজেই চলেছে হিন্দি চটুল গান। সেই গানের তালে কোমর দুলিয়ে দিলেন বিরাট। সঙ্গে ছিলেন ঈশান। শুভমন গিল-কে সুযোগ দেওয়ার জন্য চলতি সিরিজের গত দুই ম্যাচে খেলার সুযোগ পাননি বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করা বাঁহাতি ব্যাটার। তবে তাতে কি! ঈশানের নাচ দেখে বোঝার উপায় নেই যে, তাঁর মনে দুঃখ আছে। ইডেনের মতো প্রথম একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময়ও নেচে উঠেছিলেন বিরাট। এর আগেও তাঁকে অনেকবার নাচতে দেখা গিয়েছিল। 

আরও পড়ুন: MS Dhoni vs Virat Kohli: অধিনায়কত্ব নিয়ে ধোনি ও বিরাটের ঠান্ডা লড়াই চলছিল! প্রাক্তন ফিল্ডিং কোচের বইতে বিস্ফোরক তথ্য

আরও পড়ুন: Exclusive Rahul Dravid: শেষ একদিনের ম্যাচে বিরাট-রোহিতদের ড্রেসিংরুমে থাকবেন না রাহুল দ্রাবিড়!

এদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারত। চাপের মুখে দল কীরকম পারফর্ম করে, তার ভালরকম পরীক্ষা হল ইডেনে। কম রান তাড়া করতে নেমেও সমস্যায় পড়ল ভারতীয় ব্যাটিং। দাঁতে দাঁত চেপে লড়াই চলল দুই দলের। তবে শেষ হাসি হাসল রোহিত ব্রিগেডই। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল ভার‍ত। বিরাটের শতরানের আশায় রাতারাতি বিক্রি হয়ে গিয়েছিল ইডেনের সব টিকিট। কিন্তু 'কিং কোহলি' মাত্র ৮ রানে ফিরে যান। বিরাটের রান না পাওয়ার দিনে জ্বলে উঠলেন কে এল রাহুল। ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন।

ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২১৫ রানেই শেষ হয়ে যায় লঙ্কান ইনিংস। ৫১ রানে ৩ উইকেট নিয়েছিলেন কুলদীপ। সহজ টার্গেট হাসতে হাসতে তুলে দেবে ভারতের শক্তিশালী ব্যাটিং আপ, এমনটাই ভেবেছিলেন ভারতের সমর্থকরা। কিন্তু ক্রিকেট চিত্রনাট্যে অন্যরকম লেখা ছিল। ম্যাচ যত সন্ধের দিকে গড়িয়েছে, রক্তচাপ বেড়েছে দুই দেশের সমর্থকদের। শেষ পর্যন্ত ইডেনের মাঠ থেকেই সিরিজ জিতে নিল রোহিত ব্রিগেড।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.