বাবা হচ্ছেন আক্রম
বাবা হতে চলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। সোমবার টুইট করে আক্রম নিজেই জানিয়েছেন বাবা হওয়ার খবর।
Updated By: Sep 2, 2014, 03:41 PM IST
ওয়েব ডেস্ক: বাবা হতে চলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। সোমবার টুইট করে আক্রম নিজেই জানিয়েছেন বাবা হওয়ার খবর।
আক্রম টুইটে লিখেছেন, আমি শিহরিত! আমি শানিয়েরা আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছি। আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। গত বছর ১২ অগাস্ট অস্ট্রেলিয়ন শানিয়েরাকে বিয়ে করেন ৪৮ বছরের আক্রম।
পড়ুন আক্রমের টুইট,
এর আগে ১৯৯৫ সালে প্রথম স্ত্রী হুমাকে বিয়ে করেন আক্রম। তাঁদের দুই সন্তানও রয়েছে। ২০০৯ সালের ২৫ অক্টোবর মারা যান হুমা। ১৯৮৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট দলে খেলেছেন ওয়াসিম আক্রম।