টুইটে বিরাট-অনুষ্কার প্রেমে ঝড় উঠল!

টুইটে ছবির উপরে একটি ছেলে একটি মেয়ের হাত ধরে থাকার ইমোজি পোস্ট করেছেন বিরাট৷

Updated By: Jul 26, 2018, 12:13 PM IST
টুইটে বিরাট-অনুষ্কার প্রেমে ঝড় উঠল!

নিজস্ব প্রতিবেদন :  ইংল্যান্ডে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ শেষ। টিম ইন্ডিয়ার সামনে এবার টেস্ট সিরিজের অগ্নিপরীক্ষা৷ পাঁচ টেস্টের সিরিজ শুরু আগে কয়েকদিনের ছুটি৷ এরই মাঝে স্ত্রী অনুষ্কার সঙ্গে দিব্যি সময় কাটাচ্ছেন বিরাট কোহলি।

আরও পড়ুন - অনুষ্কাকে নিয়ে কীভাবে ইংল্যান্ডে সময় কাটাচ্ছে বিরাট? দেখুন...

ইতিমধ্যেই অভিনব ট্রেন সফরের মাধ্যমে লিডস থেকে লন্ডনে পৌঁছে গিয়েছেন বিরাটরা৷ বৃহস্পতিবার সেখানেই খোশমেজাজে শপিং করতে দেখা গেছে ক্রিট-বলি জুটিকে৷ স্ত্রী'র সঙ্গে শপিং শেষে ক্যাবের মধ্যে বসে ছবি পোস্ট করেছেন বিরাট৷ নিজেরা একান্তে কিছুটা সময় কাটাবে বলেই ইংল্যান্ডের রাস্তায় ভ্রমণে বেড়িয়ে পড়েন৷ বিরাটের টুইটে দেখেই তা আন্দাজ করা যায়৷ টুইটে ছবির উপরে একটি ছেলে একটি মেয়ের হাত ধরে থাকার ইমোজি পোস্ট করেছেন বিরাট৷ বিরুষ্কার নয়া প্রেম নতুন করে ঝড় তুলল বলাই যায়।

চলতি ইংল্যান্ড সফরে একাধিক ছবিতে কোহলির সঙ্গে অনুষ্কাকে দেখা গেলেও বিরাটের পোস্ট করা শুক্রবারের ছবিটি একেবারেই আলাদা৷ ডিনার করতে নিয়ে নিজেদের একটি ছবি টুইট করে বিরাট লিখেছেন,"খাওয়ার সময়, সেরার সেরার সঙ্গে .." সঙ্গে তিনটি লাল হার্ট ইমোজি।

.