বক্সিং থেকে ভারতকে প্রথম অলিম্পিক পদক জেতানো বিজেন্দর এবার না গিয়ে কী বলছেন?
অলিম্পিকের ইতিহাসে বক্সিংয়ে ভারতে প্রথম পদক এসেছিল দুহাজার আট সালে বেজিং অলিম্পিকে বিজেন্দর সিংয়ের হাত ধরে। তাঁর ব্রোঞ্জ পদক জয় ভারতীয় বক্সিংয়ে নবজাগরণ ঘটিয়েছিল। সেই বিজেন্দর দুরন্ত ফর্মে থেকেও রিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন না। কারণ অ্যামেচার বক্সার থেকে পেশাদার বক্সার হিসাবে নিজেকে বেশি প্রতিষ্ঠিত করার লক্ষ্য বিজেন্দর সিংয়ের।
ওয়েব ডেস্ক: অলিম্পিকের ইতিহাসে বক্সিংয়ে ভারতে প্রথম পদক এসেছিল দুহাজার আট সালে বেজিং অলিম্পিকে বিজেন্দর সিংয়ের হাত ধরে। তাঁর ব্রোঞ্জ পদক জয় ভারতীয় বক্সিংয়ে নবজাগরণ ঘটিয়েছিল। সেই বিজেন্দর দুরন্ত ফর্মে থেকেও রিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন না। কারণ অ্যামেচার বক্সার থেকে পেশাদার বক্সার হিসাবে নিজেকে বেশি প্রতিষ্ঠিত করার লক্ষ্য বিজেন্দর সিংয়ের।
আরও পড়ুন কোন দেশের কোন ব্যাটসম্যান ওয়ার্নের সবথেকে প্রিয়?
তবে যে তিনজন ভারতীয় বক্সার রিও যাচ্ছেন তাঁদের হাত দিয়ে বক্সিংয়ে তৃতীয়বার অলিম্পিক পদক ভারতের ঘরে আসবে বলে দাবি বিজেন্দরের। ভারতে বক্সিং ফেডারেশন না থাকার জন্য বক্সিংয়ের ক্ষতি হচ্ছে বলে দাবি বিজেন্দর। আরও একবার দ্রুত ফেডারেশন গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন ক্রিকেট নয়, এবার অ্যাথলেটিক্সে বিশ্বরেকর্ড করল ভারত!