ক্লিন্সম্যানের কামালে শেষ আটে মার্কিনরা, বিদায় প্যারাগুয়ে

প্রথম ম্যাচে হেরেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ লিগের শেষ ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপার শেষ আঠে জায়গা নিশ্চিত করে ফেলল ক্লিন্সম্যানের দল।

Updated By: Jun 12, 2016, 10:45 AM IST
ক্লিন্সম্যানের কামালে শেষ আটে মার্কিনরা, বিদায় প্যারাগুয়ে

ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচে হেরেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ লিগের শেষ ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপার শেষ আঠে জায়গা নিশ্চিত করে ফেলল ক্লিন্সম্যানের দল।

ইউএসএ-র হয়ে জয়সূচক গোলটি করেন ডেম্পসে। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেও কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল ইউএসএ।

শতর্বষের কোপায় কারা ইতিমধ্যেই শেষ আটে উঠে গিয়েছে--

গ্রুপ এ থেকে-কলম্বিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র
গ্রুপ বি থেকে- এখনও ঠিক হয়নি (ব্রাজিল কার্যত নিশ্চিত, লড়াই পেরু, ইকুয়েডরের মধ্যে
গ্রুপ সি থেকে-মেক্সিকো,ভেনেজুয়েলা
গ্রুপ ডি থেকে-আর্জেন্টিনা, চিলি/পানামা

কারা বিদায় নিয়েছে

গ্রুপ এ থেকে-প্যারাগুয়ে, কোস্টারিকা
গ্রুপ বি থেকে-হাইতি
গ্রুপ সি থেকে-উরুগুয়ে, জামাইকা
গ্রুপ ডি থেকে-বলিভিয়া

 

 

 

.