বৃষ্টির কারণে দেরিতে শুরু ভারত-শ্রীলঙ্কা ম্যাচ
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি নিদহাস ট্রফিতে সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শ্রীলঙ্কা বনাম ভারতের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির জন্য এখনও শুরু হয়নি ম্যাচ।
নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি নিদহাস ট্রফিতে সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শ্রীলঙ্কা বনাম ভারতের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির জন্য এখনও শুরু হয়নি ম্যাচ।
Everybody looking skywards at the moment. It's become slightly gloomy here with the drizzle getting a tinge heavier #TeamIndia pic.twitter.com/TekXfpZ2d6
— BCCI (@BCCI) March 12, 2018
সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল,আবহাওয়া দফতরের। সেইমত বিকেল থেকেই কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের আকাশ মেঘে ঢাকা ছিল। প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। পরে ভারী বৃষ্টি শুরু হলে মাঠ ঢেকে দেওয়া হয়। ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টস এখনও হয়নি।
The drizzle has got slightly heavy. And the covers are coming back on. Toss and start of play delayed. Stay tuned for further updates #TeamIndia pic.twitter.com/FjA1YjR1yw
— BCCI (@BCCI) March 12, 2018
দুই ম্যাচ নির্বাসনের কারণে ভারতের বিরুদ্ধে এই ম্যাচে রোহিত শর্মার সঙ্গে টস করতে যাবেন থিসারা পেরেরা। ভারতীয় সময় রাত ৮.২০ তে ম্যাচ শুরু হবে।
আরও পড়ুন- সুপার কাপে ইস্ট-মোহনের প্রতিপক্ষ কারা? জেনে নিন