স্যার অ্যালেক্স মিডফিল্ডে খেলাতে চান না রুনিকে
রুনি চাইলেও অহেতুক তাঁকে মিডফিল্ডে খেলাতে চান না ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন। ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ম্যাচে রুনি মিডফিল্ডে দারুন পারফরম্যান্স দেখিয়েছেন। এমনকী রুনি জানিয়েছেন সেন্ট্রাল হাফে খেলতে তিনি বেশি পছন্দ করেন।
Updated By: Nov 4, 2011, 06:15 PM IST
রুনি চাইলেও অহেতুক তাঁকে মিডফিল্ডে খেলাতে চান না ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন। ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ম্যাচে রুনি মিডফিল্ডে দারুন পারফরম্যান্স দেখিয়েছেন।
এমনকী রুনি জানিয়েছেন সেন্ট্রাল হাফে খেলতে তিনি বেশি পছন্দ করেন। যদিও ফ্লেচার ও ক্লেভারলি সুস্থ হয়ে যাওয়ায় সে পথে হাঁটতে নারাজ ফার্গুসন। তিনি মনে করেন গোলের মধ্যে থাকা কোন ফরোয়ার্ডকে অহেতুক মিডফিল্ডে খেলানোটা উচিত নয়। রুনিকেও মাঝমাঠে খেলার চিন্তা ভাবনা ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি।