অলিম্পিকে মিক্সড ডাবলসের টিকিট নিশ্চিত করলেন কমল-মণিকা

দোহায় কোরিয়ান জুটি লি সাংসু ও জিঁও জিহিকে ৪-২ ব্যবধানে হারান এই ভারতীয় জুটি।

Updated By: Mar 21, 2021, 01:50 PM IST
অলিম্পিকে মিক্সড ডাবলসের টিকিট নিশ্চিত করলেন কমল-মণিকা

নিজস্ব প্রতিবেদন – দোহায় এশিয়ান কোয়ালিফিকেশনে কোরিয়ান জুটিকে হারিয়ে আসন্ন টোকিও অলিম্পিকে টেবিল টেনিস বিভাগে মিক্সড ডাবলসের ছাড়পত্র পেয়ে গেলেন শরথ কমল ও মণিকা বাত্রা জুটি। এর আগে তারা সিঙ্গলসেরও টিকিটও নিশ্চিত করেছেন। দোহায় কোরিয়ান জুটি লি সাংসু ও জিঁও জিহিকে ৪-২ ব্যবধানে হারান এই ভারতীয় জুটি।

সেমিফাইনালে সিঙ্গাপুরের জুটিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ফাইনালে ওঠেন কমল ও মণিকা। ৫ গেমের ম্যাচ একসময় ২-২ হয়ে যায়। শেষ গেমে দারুণ লড়াই করে ফাইনালে ওঠে এই জুটি। তবে ফাইনাল জিততে বিশেষ বেগ পেতে হয়নি বিশ্বের ১৯ নম্বর জুটিকে।

 

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কমল বলেন, “আজ মণিকা অপ্রতিরোধ্য ছিল, মণিকার এইভাবে খেলা খুবই জরুরি কারণ তাহলেই আমি পাওয়ার গেম খেলতে পারব। আমরা ভাবিনি যে আমরা এই টুর্নামেন্ট জিততে পারি তবে এখন আমরা অলিম্পিকে পদক জেতার লক্ষ্যে এগোতে চাই। আমার নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

টেবিল টেনিসে পদক জিততে হলে মিক্সড ডাবলসে এই জুটির উপর আশা রাখতেই পারেন ভারতীয় সমর্থকরা। সিঙ্গলসেও পদক আনতেই পারেন কমল, মণিকা বা বাংলার সুতীর্থা মুখার্জীরা।  

.