Sadio Mane: সাদিও মানের জোড়া গোলে ৪-২ ব্যবধানে উড়ে গেল পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল
গোল শোধ করতে খুব বেশি সময় নেয়নি সেনেগাল। ২২ মিনিটে নিজেদের ভুলেই গোল হজম করে ব্রাজিল। বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে বিপক্ষের হাবিব বল পেয়ে গিয়েছিলেন, তিনি তা থেকে বল জালে রাখেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফিফা র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ব্রাজিলকে হেলায় হারিয়ে দিল ১৮ নম্বরে থাকা সেনেগাল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সেলেকাওদের ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে আফ্রিকার ফুটবল জায়ান্টরা। চোট সারেনি। তাই এই ম্যাচে অবশ্য নেইমার খেলেননি। তবে মাঠে ছিলেন কাতারের অন্যতম নায়ক রিচার্লিসন, লুকাস পাকুয়েতা। তাঁদের সামনেই জোড়া গোল করে দলকে জয় এনে দেন সাদিও মানে।
পর্তুগালের রাজধানী লিসবনের এই ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রেখেছিল ব্রাজিল। ১১টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে ছিল। পাশাপাশি সেনেগাল ৩৭ শতাংশ বল দখলে রেখে ৭ শট নেয়, যার ৪টিই ছিল লক্ষ্যে। ৬ গোলের ম্যাচে শুরুতে এগিয়ে ছিল ব্রাজিল। ১১ মিনিটে দলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন এই মিডফিল্ডার।
আরও পড়ুন: Mahendra Singh Dhoni: ধোনির ভবিষ্যৎ নিয়ে রহস্য বাড়াল সিএসকে শিবির! কী এমন ঘটল?
সেই গোল শোধ করতে খুব বেশি সময় নেয়নি সেনেগাল। ২২ মিনিটে নিজেদের ভুলেই গোল হজম করে ব্রাজিল। বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে বিপক্ষের হাবিব বল পেয়ে গিয়েছিলেন, তিনি তা থেকে বল জালে রাখেন।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটের মাথায় আবার ভুল ব্রাজিলের। এবার আত্মঘাতী গোলে দলকে পিছিয়ে দেন মার্কুইনহোস। ৫৫ মিনিটে সাদিও মানে কোনাকুনি শটে ব্যবধান ৩-১ করেন।
৫৮ মিনিটে কর্নার কিক থেকে জটলায় বল পেয়ে মার্কুইনহোস গোল করে ৩-২ করেছিলেন। কিন্তু ইনজুরি টাইমের সাত মিনিটে নিকোলাস জ্যাকসন একা পেয়ে যান ব্রাজিল গোলকিপার এডেরসনকে। দলকে বাঁচাতে অবৈধভাবে পেনাল্টি বক্সে ফেলে দেন ব্রাজিল গোলকিপার। পেনাল্টি পেলে তা থেকে বল জালে রাখেন সাদিও মানে।
কাতার বিশ্বকাপে ব্যর্থতার পরে কোচ তিতে সরে গিয়েছিলেন। তাঁর জায়গায় এখনও নতুন কোচ নিয়োগ হয়নি। অন্তর্বতীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রেমন মেনেজিস। যদিও রিয়ালের কোচ কার্লো আনসেলেত্তি কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। এই অভিজ্ঞ কোচ এসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভাগ্য ফেরাতে পারেন কিনা সেটাই দেখার।