WATCH: বারাণসীতে ৪৫১ কোটির ক্রিকেট স্টেডিয়াম! মোদী-যোগীর অনুষ্ঠানে সচিন-কপিলরা

Sachin Tendulkar joins PM Modi, CM Yogi Adityanath in stone laying ceremony Varanasi cricket stadium: ভারতের ক্রিকেট মানচিত্রে জুড়তে চলেছে আরও এক শহরের নাম। এবার বারণসীতে হচ্ছে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম।

Updated By: Sep 23, 2023, 03:56 PM IST
WATCH: বারাণসীতে ৪৫১ কোটির ক্রিকেট স্টেডিয়াম! মোদী-যোগীর অনুষ্ঠানে সচিন-কপিলরা
মোদীর হাতে জার্সি তুলে দিচ্ছেন সচিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ বছর পর ফের ভারতে বিশ্বকাপ ( ICC ODI World Cup 2023)। ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে দেশের মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর বসবে। এবার ১০ দলের শুধু রণাঙ্গনে নামার অপেক্ষা। আর প্রাক বিশ্বকাপ আবহে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বারণসী। উত্তরপ্রদেশের এই শহরে ৪৫১ কোটি টাকা ব্য়য় করে তৈরি হচ্ছে আরও একটি অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম। (Varanasi cricket stadium)। 

আরও পড়ুন: Team India: 'চক দে ইন্ডিয়া', তিন সংস্করণেই এখন ১ নম্বর রোহিতরা! দ্বিতীয় স্থানে কারা?

 

শনিবার স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের মহারথীরা। এদিন মুম্বই থেকে বারণসী উড়ে এলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রবি শাস্ত্রী (Ravi Shastri), দিলীপ বেঙ্গসরকার (Dilip Vengsarkar)। তাঁদের সঙ্গেই ছিলেন তিরাশির বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) বিসিসিআই সভাপতি রজার বিনি (Roger Binny), সহ সভাপতি রাজীব শুক্লা (Rajiv Shukla) সচিব জয় শাহ (Jay Shah)। এদিন অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এদিন মোদীর হাতে ভারতের বিশ্বকাপের জার্সি তুলে দেন সচিন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দিন তিনেক আগে রোহিত শর্মাদের অ্যাপারেল স্পনসর অ্যাডিডাস নিয়ে এল রোহিতদের নতুন জার্সির ভিডিয়ো। এশিয়া কাপের জার্সিটাই রাখা হয়েছে। তবে কাঁধের তিনটি সাদা স্ট্রাইপের বদলে ফুটে উঠেছে তেরঙা স্ট্রাইপ। যা জার্সির জৌলুস আরও বাড়িয়ে দিয়েছে।

বারাণসীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সচিন-সানি-কপিলরা গিয়েছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরে। সেখানে গিয়ে তাঁরা মহাদেবের আরাধনা করেন। বারাণসী স্টেডিয়ামে যৌথ ভাবে উত্তরপ্রদেশ সরকার ও বিসিসিআই তৈরি করছে। যোগীর সরকার দিচ্ছে ১২১ কোটি টাকা। বিসিসিআই দিচ্ছে প্রায় ৩৩০ কোটি টাকা। এই স্টেডিয়ামের কাঠামোয় রয়েছে শিবের প্রভাব। ঘাটের সিঁড়ির মতো হবে বসার ব্যবস্থা। স্টেডিয়ামের সম্মুখভাগ দেখতে হবে বেল পাতার মতো।  প্রায় ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন।

আরও পড়ুন: Team India: 'চক দে ইন্ডিয়া', তিন সংস্করণেই এখন ১ নম্বর রোহিতরা! দ্বিতীয় স্থানে কারা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল, স্বাস্থ্য ও প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের, রইল AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেলের ঢোকার রাস্তা) ​
 .

.