এবছরেই টেস্ট থেকে অবসর নেবেন, ইঙ্গিত সচিনের

এবছরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেন সচিন তেন্ডুলকর। তবে তার আগে দুশো টেস্ট ম্যাচ খেলার লক্ষ্য মাস্টার ব্লাস্টারের। দক্ষিণ আফ্রিকায় গিয়ে দুশো টেস্ট খেলার রেকর্ড গড়লেও ভারতের মাটিতেই অবসর নিতে চান সচিন। 

Updated By: May 30, 2013, 09:01 PM IST

এবছরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেন সচিন তেন্ডুলকর। তবে তার আগে দুশো টেস্ট ম্যাচ খেলার লক্ষ্য মাস্টার ব্লাস্টারের। দক্ষিণ আফ্রিকায় গিয়ে দুশো টেস্ট খেলার রেকর্ড গড়লেও ভারতের মাটিতেই অবসর নিতে চান সচিন। 
টেস্টের ডবল সেঞ্চুরি করেই অবসরের ইঙ্গিত দিলেন সচিন তেন্ডুলকর। গতবছরের শেষ দিকে একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। কয়েকদিন আগে  আইপিএল থেকেও অবসর নিয়েছেন। টেস্ট ক্রিকেটকে গুডবাই জানানোটাই শুধু বাকি সচিন তেন্ডুলকরের। সেটাও হয়ত এবছরেই নিয়ে নেবেন। এমনটাই ইঙ্গিত দিয়েছেন মাস্টার ব্লাস্টার্স। জানিয়ে দিলেন দুশো টেস্ট খেলাটাই এই মূহুর্তে তাঁর মূল লক্ষ্য।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এবছরের শেষ দিকে এই মাইলস্টোনও স্পর্শ করে ফেলবেন সচিন। তাহলে কী প্রোটিয়াসদের মাটিতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন সচিন? ক্রিকেট মহলে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে ঘনিষ্ঠ মহলে সচিন জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে দুশো টেস্ট খেলার রেকর্ড গড়লেও ভারতের মাটিতেই তিনি অবসর নিতে চান। এদিকে রঞ্জি ট্রফিতে দ্রুততম শতরানের জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন সম্মানিত করল সচিন তেন্ডুলকরকে।

.