গায়ে হলুদ হয়ে গিয়েছে, হলুদ মেখে কেমন লাগছে জাড্ডুকে!
ভারতীয় ক্রিকেটে একদিকে যেমন চলছে আইপিএল উৎসব, তেমনই অন্যদিকে শুরু হয়ে গেছে আরও এক উৎসব। তা হল বিয়ে বাড়ির উৎসব। দু'দিন আগে থেকে ভারতীয় ক্রিকেটে বিয়ে বিয়ে হাওয়া। বিয়ে করছেন রবীন্দ্র জাদেজা। আশীর্বাদ, সঙ্গীত, নানা উৎসব পেরিয়ে আজ সেই বিয়ের দিন।
Updated By: Apr 17, 2016, 03:59 PM IST
ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটে একদিকে যেমন চলছে আইপিএল উৎসব, তেমনই অন্যদিকে শুরু হয়ে গেছে আরও এক উৎসব। তা হল বিয়ে বাড়ির উৎসব। দু'দিন আগে থেকে ভারতীয় ক্রিকেটে বিয়ে বিয়ে হাওয়া। বিয়ে করছেন রবীন্দ্র জাদেজা। আশীর্বাদ, সঙ্গীত, নানা উৎসব পেরিয়ে আজ সেই বিয়ের দিন।
সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রীতি রেওয়াজ। দুপুর নাগাদ গায়ে হলুদও লেগে গিয়েছে। মা নেই তাই মায়ের জায়গায় বোনই উদ্যোক্তা। বোনের সঙ্গেই হলুদ মাখলেন জাড্ডু। টিম ইন্ডিয়ার জার্সি ছেড়ে গায়ে হলুদ মেখে কেমন লাগছে 'বর' জাদেজাকে? দেখে নিন সেই ছবি।