বিশ্বের ২ নম্বরকে হারিয়ে ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধু

সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে পরপর দুবার বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মেয়ে। 

Updated By: Aug 5, 2018, 12:00 AM IST
বিশ্বের ২ নম্বরকে হারিয়ে ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধু

নিজস্ব প্রতিবেদন: ব্যাডমিন্টের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে পরপর দুবার বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন সিন্ধু।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল রিও অলিম্পিক ফাইনালের রিম্যাচ। রিও অলিম্পিকের ফাইনালে ক্যারোলিনা মারিনের মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। এবার বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের মারিনের বিরুদ্ধে খেলবেন এই হায়দরাবাদী তারকা। চিনে বিশ্বচ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচিকে একুশ-ষোল, চব্বিশ-বাইশ ফলে হারিয়ে ফাইনালে ওঠেন সিন্ধু। এই নিয়ে এগারো ম্যাচে পাঁচবার ইয়ামাগুচিকে হারালেন সিন্ধু।

এবছরই অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে ইয়ামাগুচির কাছে হারের প্রতিশোধ নিলেন তিনি। এই নিয়ে পরপর দুবার বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন সিন্ধু। গতবার জাপানের নোজোমি ওকুহারার কাছে হারতে হয়েছিল তাঁকে। দুহাজার তেরো এবং চোদ্দ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। তাই এবছর সোনা জিততে মরিয়া তিনি।  ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে খেলবেন সিন্ধু। এবছরই জুন মাসে মালয়েশিয়া ওপেনে মারিনকে হারিয়েছিলেন তিনি। সাইনা সহ অন্যান্য ভারতীয় শাটলার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়াতে দেশকে বিশ্ব সেরা করার দায়িত্ব সিন্ধুর হাতে । 

আরও পড়ুন- এজবাস্টনে প্রথম টেস্টে হার বাঁচাতে পারল না বিরাটের ভারত

 

.