অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত পারফরম্যান্স, বোর্ডের গ্রেডেশনে একধাপ উঠে এল ঋদ্ধিমান

অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত পারফরম্যান্সের দৌলতে বোর্ডের গ্রেডেশনে একধাপ উপরে উঠে এলেন ঋদ্ধিমান। C-গ্রেড থেকে B-গ্রেডে উঠে এলেন বাংলার এই উইকেটরক্ষক। গ্রেডেশনে থাকা ক্রিকেটারদের টাকাও দ্বিগুণ করে দিল বোর্ডের প্রশাসনিক কমিটি।

Updated By: Mar 22, 2017, 11:46 PM IST
অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত পারফরম্যান্স, বোর্ডের গ্রেডেশনে একধাপ উঠে এল ঋদ্ধিমান

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত পারফরম্যান্সের দৌলতে বোর্ডের গ্রেডেশনে একধাপ উপরে উঠে এলেন ঋদ্ধিমান। C-গ্রেড থেকে B-গ্রেডে উঠে এলেন বাংলার এই উইকেটরক্ষক। গ্রেডেশনে থাকা ক্রিকেটারদের টাকাও দ্বিগুণ করে দিল বোর্ডের প্রশাসনিক কমিটি।

আরও পড়ুন- অশ্বিনকে সরিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হলেন জাদেজা

এবার থেকে BCCI-এর গ্রেড C-র ক্রিকেটাররা বছরে এক কোটি টাকার জায়গায় পাবেন দু'কোটি টাকা। B গ্রেডের ক্রিকেটাররা এবার থেকে পাবেন এক কোটি টাকা। আর C গ্রেডের ক্রিকেটারদের টাকা ২৪ লাখ থেকে বেড়ে হল ৫০ লাখ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের জন্য চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা ও মুরলি বিজয় B-গ্রেড থেকে A-গ্রেডে উঠে এসেছেন। ঠিক একইভাবে টেস্ট, একদিনের ও টি-২০ ম্যাচে ক্রিকেটারদের ফিও বাড়ানো হয়েছে। এখন থেকে টেস্টে ১৫ লাখ, একদিনের ম্যাচে ৬ লক্ষ ও টি-২০ ম্যাচে ৩ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা।

.