ট্রফি জিতে পর্তুগালের ফুটবলাররা কে কী বললেন?

ইউরোর মেগা ফাইনালের বয়স তখন মাত্র চব্বিশ মিনিট। হাঁটুতে চোট পেয়ে চোখের জ্বলে মাঠ ছাড়তে হচ্ছে রোনাল্ডোকে। তাদের আশা-ভরসাকে মাঠ দেখে বেরিয়ে যেতে দেখে কার্যত হতবাক পর্তুগিজ সমর্থকরা। প্রায় একই অবস্থা পর্তুগালের ফুটবালরদের। তবে অধিনায়ক রোনাল্ডোর চোট পেয়ে বেরিয়ে যাওয়াই তাদের তাতিয়ে দিয়েছিল বলে জানাচ্ছেন ইউরো ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ডিফেন্ডার পেপে। ফাইনালের মত ম্যাচে রোনাল্ডোর ছিটকে যাওয়াটা তাদের কাছে খুবই কঠিন ছিল। কেননা সিআরসেভেন গোটা দলের ভরসা। ম্যাচে যেকোনও সময় গোল করার ক্ষমতা রাখেন। ফাইনালে রোনাল্ডোর অনুপস্থিতিতেই আমাদের মোটিভেশন হিসাবে কাজ করেছে । রোনাল্ডোদের জন্যই ট্রফিটা জেতার শপথ নিয়েছিলাম আমরা।

Updated By: Jul 11, 2016, 04:03 PM IST
ট্রফি জিতে পর্তুগালের ফুটবলাররা কে কী বললেন?

ওয়েব ডেস্ক: ইউরোর মেগা ফাইনালের বয়স তখন মাত্র চব্বিশ মিনিট। হাঁটুতে চোট পেয়ে চোখের জ্বলে মাঠ ছাড়তে হচ্ছে রোনাল্ডোকে। তাদের আশা-ভরসাকে মাঠ দেখে বেরিয়ে যেতে দেখে কার্যত হতবাক পর্তুগিজ সমর্থকরা। প্রায় একই অবস্থা পর্তুগালের ফুটবালরদের। তবে অধিনায়ক রোনাল্ডোর চোট পেয়ে বেরিয়ে যাওয়াই তাদের তাতিয়ে দিয়েছিল বলে জানাচ্ছেন ইউরো ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ডিফেন্ডার পেপে। ফাইনালের মত ম্যাচে রোনাল্ডোর ছিটকে যাওয়াটা তাদের কাছে খুবই কঠিন ছিল। কেননা সিআরসেভেন গোটা দলের ভরসা। ম্যাচে যেকোনও সময় গোল করার ক্ষমতা রাখেন। ফাইনালে রোনাল্ডোর অনুপস্থিতিতেই আমাদের মোটিভেশন হিসাবে কাজ করেছে । রোনাল্ডোদের জন্যই ট্রফিটা জেতার শপথ নিয়েছিলাম আমরা।

আরও পড়ুন রোনাল্ডোর ৭ টা অসাধারণ রেকর্ড

পর্তুগিজ ফুটবল ইতিহাসে নয়া ইতিহাস সৃষ্টি করতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পেপে। অতিরিক্ত সময়ে গোল করে পর্তুগাল ফুটবলের নয়া নায়ক এডের। ইপিএলে ব্যর্থ হয়ে বর্তমানে ফরাসি লিগে খেলেন তরুণ এই স্ট্রাইকার। ইউরো ফাইনালের নায়ক কৃতিত্ব দিলেন দলের নেতা। সিআরসেভেনের পেপটকই আমাকে তাতিয়ে দিয়েছিল। বিরতিতে ড্রেসিংরুমে রোনাল্ডো আমাকে বলেছিলেন  জয়সূচক গোলটি  তোমার পা থেকেই আসবে । দ্বিতীয়ার্ধে মাঠে নামতেই  রোনাল্ডোর টিপস আমার বারবার মনে পড়তে লাগল । সেই মতই  সুযোগ পেয়েই পঁচিশ গজ দূর থেকে জোরাল প্লেসিং করি। রোনাল্ডোর কথা  রাখতে পেরে আর দেশকে  ইউরো চ্যাম্পিয়ন করতে পেরে খুব খুশী । আরও খুশী কোচ ফার্নান্ডো স্যান্টোসের ভরসার  মর্যাদা রাখতে পেরে। ইউসেবিও, ফিগো যা পারে নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেটাই করে দেখালেন।রোনাল্ডোর হাত ধরে পর্তুগালের ঘরে এল প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি।

আরও পড়ুন  ইউরো ফাইনালের পর রোনাল্ডো আর মেসি নিয়ে গ্রিজম্যান কী বলেছেন শুনেছেন!

.