বিশ্বকাপের পরিকল্পনায় আছেন ঋষভ পন্থ? স্পষ্ট করলেন নির্বাচক প্রধান

সিডনিতে অপরাজিত শতরানও করেছেন তারপরেও একদিনের দলে নেই তিনি। ইন্ডিয়া 'এ' দলের হয়ে এবার ইংল্যান্ড লায়ন্সের হয়ে পাঁচটি একদিনের ম্যাচে খেলবেন।

Updated By: Jan 9, 2019, 10:57 AM IST
বিশ্বকাপের পরিকল্পনায় আছেন ঋষভ পন্থ? স্পষ্ট করলেন নির্বাচক প্রধান

নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন তবে কি ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপের পরিকল্পনায় নেই ঋষভ পন্থ? নির্বাচক প্রধান এমএসএকে প্রসাদ জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন বিশ্বকাপের পরিকল্পনায় ভীষণভাবেই থাকছেন ঋষভ পন্থ।

আরও পড়ুন - ধোনিকে টপকে ৪৬ বছর পর ফারুক ইঞ্জিয়ারকে ছুঁলেন ঋষভ পন্থ

২১বছর বয়সী পন্থ জাতীয় দলের জার্সিতে ৩টি মাত্র একদিনের ম্যাচ খেলছেন। করেছেন ৪১ রান। স্বাভাবিকভাবেই দু নম্বর উইকেটকিপার হিসেবে দীনেশ কার্তিকের কাছে জায়গা হারাতে হয়েছে ঋষভকে। কারণ একদিনের দলে এক নম্বর উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি। আর তাই কি অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে একদিনের দলে জায়গা হয়নি পন্থের? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ (৩৫০)রান করেছেন ঋষভ পন্থ। সিডনিতে অপরাজিত শতরানও করেছেন তারপরেও একদিনের দলে নেই তিনি। ইন্ডিয়া এ দলের হয়ে এবার ইংল্যান্ড লায়ন্সের হয়ে পাঁচটি একদিনের ম্যাচে খেলবেন। আর তাই নির্বাচক প্রধান প্রসাদের সাফাই, " ও (ঋষভ পন্থ) একমাত্র উইকেটকিপার যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় শতরান করেছে। আমরা ওকে কিছু টার্গেট দিয়েছি।আমরা ওকে বলেছিল তুমি গিয়ে ম্যাচ শেষ করে তবেই আসবে। এই সিডনি টেস্টের ইনিংসটা ওর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে।" সঙ্গে তিনি বলেন, "আপনারা দেখে থাকবেন এখন আমরা কত জন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে থাকি বিভিন্ন সময়ে। এই বাচ্চা ছেলেটি(পড়ুন পন্থ)টি-টোয়েন্টি সিরিজে খেলেছে। তারপর হাই ইনটেনসিটির চারটি টেস্ট ম্যাচ খেলেছে। ওর সামান্য নিগলস রয়েছে। সেখান থেকে সেরে উঠতে হবে। আমি আশা করি ও খুব দ্রুত ফিরে আসবে।"

আরও পড়ুন - ঋষভ পন্থকে ভবিষ্যতের 'সম্পদ' বললেন সৌরভ

২০১৯ বিশ্বকাপের দলে ঋষভ পন্থের থাকার সম্ভবনা কতটা? এই প্রশ্নের উত্তরে এমএসকে প্রসাদ জানান, " এটা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই যে বিশ্বকাপের দলের একজন উইকেটকিপার পন্থ। আসলে আমাদের সংক্ষিপ্ত তালিকায় থাকা তিন উইকেটকিপারই খুব ভালো করছে। ও(পন্থ) অবশ্যই বিশ্বকাপের পরিকল্পনায় আছে আমাদের। আসলে আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা খুব ভালো ভাবে অনুসরণ করছি।"

.