ওয়াঘার ওপার থেকে বিরাটদের অভিনন্দন বার্তা পাঠালেন ইমরান খান
মঙ্গলবার পাক প্রধানমন্ত্রী টুইট করে ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন : সোমবারই অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। ৭১ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে নিয়েছে বিরাটের দল। সোমবার বিরাটের দল যে কীর্তি করেছে অস্ট্রেলিয়ার মাটিতে তা এর আগে এশিয়ার কোনও অধিনায়কই করতে পারেননি। তাই ভারত অধিনায়ক বিরাট কোহলিকে কুর্নিশ জানালেন বিরানব্বইয়ের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হল বুমরাহকে
মঙ্গলবার পাক প্রধানমন্ত্রী টুইট করে ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। বিরাটের দলকে শুভেচ্ছা জানিয়ে প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান লেখেন, "উপমহাদেশের কোনও দল এই প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে,বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন।"
Congratulations to Virat Kohli and the Indian cricket team for the first ever win by a subcontinent team in a test series in Australia
— Imran Khan (@ImranKhanPTI) January 8, 2019
ক্রিকেটই হয়তো পারে ভারত-পাক সম্পর্কের বরফ গলাতে। তাই রাজনৈতিক সম্পর্ক যতই উঁচু তারে বাঁধা থাকুক না কেন বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক তথা পাক প্রধানমন্ত্রী বিরাটের কীর্তিকে কুর্নিশ জানালেন ওয়াঘার ওপার থেকেই।