PCB: বিজয় হাজারে ও সুনীল গাভাসকরকে আন্তর্জাতিক টি-২০ খেলাল পিসিবি!
ইতিহাস বলছে ২০০৫ সালে পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের পথ চলা শুরু হয়।
নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে (T20 World Cup 2021 Semi-Final) এক অনন্য রেকর্ড করেছেন বাবর আজম (Babar Azam)। পাক অধিনায়ক ও বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার ফের একবার বিরাট কোহলিকে (Virat Kohli) টপকে যান। বাবর বাইশ গজের দ্রুততম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০০ রান পূর্ণ করলেন। ৩৪ বলে ৩৯ রানের ইনিংস খেলার পথেই বাবর এই বিশ্বরেকর্ড করে ফেলেন।
পাক ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) বাবরের রেকর্ড বোঝাতে কার্যত ঐতিহাসিক ভুল করে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলো। পিসিবি তাদের ট্যুইটে জানায় যে, বাবর এই রেকর্ড করার পথে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ও বিজয় হাজারেকে (Vijay Hazare) টপকে গেলেন। যা দেখা মাত্রই ক্রিকেট ফ্যানরা পিসিবি-র এই কীর্তি দেখে আর নিজেদের হাসি চাপতে পারনেননি। যদিও পরে ট্যুইটটি ডিলিট করে ঠিক তথ্য দিয়েই ট্যুইট করে পিসিবি।
আরও পড়ুন: পাক ফ্যানেদের চূড়ান্ত ট্রোলিং! ভারতীয় সমর্থকরা বলছেন #INDwithHasanAli
We saw the previous one pic.twitter.com/8coVpxUJk8
(@peak_Ability14) November 11, 2021
(@TheRealPCB) November 11, 2021
ক্রিকেটের ইতিহাস বলছে ২০০৫ সালে পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের পথ চলা শুরু হয়। বিজয় হাজারে ১৯৫৩ সালে ও গাভাসকর ১৯৮৭ সালে ক্রিকেট থেকে সন্ন্য়াস নিয়েছিলেন। পরিসংখ্যান বলছে বাবর ৬২ ইনিংসে ২৫০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করলেন। এর আগে এই নজির ছিল কোহলির। তিনি ৬৮ ইনিংস নিয়েছিলেন। এখন দুয়ে কোহলি। তিনি অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (৭৮ ইনিংস), চারে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৮৩ ইনিংস) ও পাঁচে আয়ারল্যান্ডের পল স্টারলিং (৮৯ ইনিংস)।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)