বেলের পাশে নেইমার

মাঠে কট্টর প্রতিদ্বন্দ্বী তাঁরা। কিন্তু মাঠের বাইরে গ্যারেথ বেলকে পরামর্শ দিচ্ছেন নেইমার। বেলকে সমালোচনার সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় মরসুমে কোনও চমকই দেখাতে পারেননি বেল। জুভেন্টাস ম্যাচের পর কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। নেইমারের মতে প্রত্যেক ক্রীড়াবিদকে সমালোচনার মুখে পড়তে হয়। সমালোচনায় কান না দিয়ে বেলকে খেলার প্রতি ফোকাস ধরে রাখার পরামর্শ দিয়েছেন নেইমার। পাশাপাশি লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ তিনি। কোর্ডোবার বিরুদ্ধে ম্যাচে নিজে না মেরে নেইমারকে পেনাল্টি মারার সুযোগ দিয়েছিলেন তিনি। এজন্য মেসির কাছে চিরকৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন নেইমার। অন্যদিকে বার্সেলোনা কর্তাদের কাছে ফ্রান্সের তারকা ফুটবলার পল পোগবাকে নেওয়ার জন্য দরবার করেছেন ব্রাজিলীয় তারকা।

Updated By: May 9, 2015, 12:06 AM IST
বেলের পাশে নেইমার

ওয়েব ডেস্ক: মাঠে কট্টর প্রতিদ্বন্দ্বী তাঁরা। কিন্তু মাঠের বাইরে গ্যারেথ বেলকে পরামর্শ দিচ্ছেন নেইমার। বেলকে সমালোচনার সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় মরসুমে কোনও চমকই দেখাতে পারেননি বেল। জুভেন্টাস ম্যাচের পর কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। নেইমারের মতে প্রত্যেক ক্রীড়াবিদকে সমালোচনার মুখে পড়তে হয়। সমালোচনায় কান না দিয়ে বেলকে খেলার প্রতি ফোকাস ধরে রাখার পরামর্শ দিয়েছেন নেইমার। পাশাপাশি লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ তিনি। কোর্ডোবার বিরুদ্ধে ম্যাচে নিজে না মেরে নেইমারকে পেনাল্টি মারার সুযোগ দিয়েছিলেন তিনি। এজন্য মেসির কাছে চিরকৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন নেইমার। অন্যদিকে বার্সেলোনা কর্তাদের কাছে ফ্রান্সের তারকা ফুটবলার পল পোগবাকে নেওয়ার জন্য দরবার করেছেন ব্রাজিলীয় তারকা।

.