সেরেনাকে হারিয়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন নাওমি ওসাকা
শনিবার নাওমিকে হারাতে পারলেই অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলতেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : বিতর্ক উড়িয়ে স্বপ্নের জয়। ছেলেবেলার আদর্শ সেরেনা উইলিয়ামসকে হারিয়েই ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন জাপানের নাওমি ওসাকা। মাত্র ৭৯ মিনিটের লড়াইয়ে ৬-২, ৬-৪ সেটে ৩৬ বছর বয়সী সেরেনাকে হারিয়ে দিলেন ২০ বছর বয়সী ওসাকা। তিনিই প্রথম জাপানি মহিলা টেনিস খেলোয়াড় যিনি কোনও গ্র্যান্ডস্লাম জিতলেন।
The Pride of @Naomi_Osaka_ defeats Serena Williams 6-2, 6-4 to become the first Japanese player to win a Grand Slam singles title!#USOpen pic.twitter.com/sNilrZOaNU
— US Open Tennis (@usopen) September 8, 2018
অন্যদিকে কেরিয়ারের ২৪ তম গ্র্যান্ডস্লামটি জেতা হল না সেরেনার। শনিবার নাওমিকে হারাতে পারলেই অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলতেন তিনি। কিন্তু ফাইনালে সেরেনা এবং চেয়ার আম্পায়ারের বাগবিতণ্ডা অন্য মাত্রা পেল। চেয়ার আম্পায়ারকে 'চোর' বলে বিতর্কে জড়ান সেরেনা।
My first Grand Slam title: @Naomi_Osaka_ joins #USOpen Women’s Singles winners, adding her name to a list of champions who got their first taste of glory in New York.
Read more: https://t.co/OKEj073DB6 pic.twitter.com/jLe3y8t3EK
— US Open Tennis (@usopen) September 9, 2018
ফাইনালে দুই খেলোয়াড়ের মধ্যে বয়সের ফারাক ছিল ১৬। সেরেনা ১৯৯৯ সালে যখন তাঁর প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন, তখন ওসাকার বয়স ছিল মাত্র এক বছর। ফ্লাশিং মিডোয় নিলচে কোর্টে স্বপ্নের জয় সেই সেরেনার বিরুদ্ধে। কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন জাপানের নাওমি ওসাকা। প্রথমবার কোনও জাপানি হিসেবে ইউএস ওপেন জিতে ইতিহাসে ঢুকে পড়লেন তিনি। একই সঙ্গে মা হওয়ার পর গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন ফের অধরাই থেকে গেল সেরেনার।