IPL2019, FINAL, MIvCSK: রুদ্ধশ্বাস ফাইনাল! ১ রানে চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন মুম্বই
ক্রুনাল পাণ্ডিয়ার এক ওভারে ৩টি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অজি তারকা।
নিজস্ব প্রতিবেদন : দ্বাদশ আইপিএলে গ্রুপ পর্বে দুই বার এমনকী প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইকে হারিয়েছিল মুম্বই। নবারের শহরে রবিবাসরীয় ফাইনাল ছিল কোয়ালিফায়ার-১ এর অ্যাকশন রি প্লে। আইপিএলে ফাইনালে এসেও ছবিটা বদলালো না। শেষ লড়াইয়ে মাহির দলকে মাত দিল রোহিতের দল। সিএসকে-কে ১ রানে হারিয়ে দ্বাদশ আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই। সব মিলিয়ে মোট চার বার কোটি টাকার লিগ জেতার নজির গড়ল মুম্বই।
হায়দরাবাদে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা জমাটি করেছিলেন কুইন্টন ডি'কক এবং রোহিত শর্মা। কিন্তু শর্দুল ঠাকুর আর দীপক চাহর ফেরালেন দুজনকেই। ২৯ রান করেন ডি'কক আর রোহিত ফিরলেন ১৫ রানে। এরপর কায়রন পোলার্ড ছাড়া আর কেউ বড় রান করতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। সূর্যকুমার যাদব(১৫), ইশান কিষান(২৩), ক্রুনাল পাণ্ডিয়া(৭) রান করে আউট হন। বড় রান করতে পারলেন না হার্ড হিটার হার্দিক পাণ্ডিয়া। ফাইনালে ১০ বলে মাত্র ১৬ রান করলেন হার্দিক। পোলার্ড ২৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে মুম্বই। চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট নেন দীপক চাহর। ২টি করে উইকেট নেন শর্দুল ঠাকুর এবং ইমরান তাহির।
১৫০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেন ফাফ দু প্লেসি। ১৩ বলে ২৬ রানে ফিরে যান দু প্লেসি। এরপর ওয়াটসন-রায়না জুটি দলকে টানতে থাকলেও রায়না ফিরলেন ১৪ বলে ৮ রানে। রায়াডু ফিরলেন দ্রুত, মাত্র ১ রান করেন তিনি। এরপর মহেন্দ্র সিং ধেনিকে দুরন্ত থ্রোয়ে রান আউট করলেন ইশান কিষান। মাহি করেন মাত্র ২ রান। বার দুয়েক জীবনদান পেয়ে একা লড়াই চালিয়ে যান ওয়াটসন। ক্রুনাল পাণ্ডিয়ার এক ওভারে ৩টি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অজি তারকা। ডোয়াইন ব্রাভো ১৫ বলে ১৫ রান করে আউট হন। এরপর টান টান টি-টোয়েন্টির উন্মাদনা হায়দরাবাদে। শেষ ওভারে ৮০ রানে আউট হলেন ওয়াটসন। ২ বলে চেন্নাইয়ের দরকার তখন ৪ রান। হল হাতে মালিঙ্গার ম্যাজিক। শেষ বলে উইকেট তুলে নিয়ে এক রানে ম্যাচ জিতে নিল মুম্বই।
আরও পড়ুন - EPL 2018-19: ফটোফিনিশ ইপিএলে! শেষ লড়াইয়ে জিতে চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি