জয়ী মোহনবাগান

আই লিগের শুরুটা টানা দু ম্যাচে জয়। পৈলান অ্যারোজের পর এবার চিরাগ কেরালার বিরুদ্ধেও দুরন্ত জয় পেল মোহনবাগান। যুবভারতীতে কেরালার দলটিকে দুই-এক গোলে হারিয়ে দিলেন ব্যারেটোরা।

Updated By: Oct 28, 2011, 06:10 PM IST

আই লিগের শুরুটা টানা দু ম্যাচে জয়। পৈলান অ্যারোজের পর এবার চিরাগ কেরালার বিরুদ্ধেও দুরন্ত জয় পেল মোহনবাগান। যুবভারতীতে কেরালার দলটিকে দুই-এক গোলে হারিয়ে দিলেন ব্যারেটোরা। শুক্রবার ব্যারেটোকে প্রথম একাদশে থেকেই দল নামিয়েছিলেন সুব্রত-প্রশান্ত জুটি। যদিও প্রথমার্ধে মোহনবাগানের খেলা সেভাবে দানা বাঁধেনি। বরং চিরাগ কেরালার স্ট্রাইকাররা চাপে রেখেছিল মোহনবাগান ডিফেন্সকে। দ্বিতীয়ার্ধের শুরুতে কেরালার দলটির গোলকিপারের একটা ভুল ম্যাচে ফেরায় মোহনবাগানকে। সহজ গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ওডাফা। সবুজ-মেরুন জার্সিতে আই লিগের দু ম্যাচে চার গোল হয়ে গেল নাইজেরীয় স্ট্রাইকারের।যদিও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহনবাগান। চিরাগ কেরালাকে সমতায় ফেরান অসি স্ট্রাইকার মাইকেল। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ওডাফাকে।গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় মোহনবাগান। শেষঅবধি সবুজ-মেরুন শিবিরে স্বস্তি ফেরান সেই বর্ষীযান ব্যারেটো।বক্সের বাইরে থেকে দুরন্ত গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন মোহনবাগান অধিনায়ক। জিতলেও মোহনবাগান ডিফেন্সের পারফরম্যান্স চিন্তায় রাখবে সুব্রত-প্রশান্ত জুটিকে। সেইসঙ্গে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কপালে ভাঁজ ফেলবে ওডাফা-ব্যারেটো জুটির চোট। ইদানিংকালে এটাই আই লিগে মোহনবাগানের সেরা শুরু।

.