ড্র করেই আটকে গেল মোহনবাগান
মারগাঁওতে সালগাঁওকরের কাছে আটকে গেল মোহনবাগান। ওডাফার গোলে এগিয়ে গিয়েও করিম বেঞ্চারিফার দলের সঙ্গে ১-১ গোলে ম্যাচ শেষ করল সুব্রত ভট্টাচার্যের দল। প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেলে সবুজ-মেরুন শিবির।
মারগাঁওতে সালগাঁওকরের কাছে আটকে গেল মোহনবাগান। ওডাফার গোলে এগিয়ে গিয়েও করিম বেঞ্চারিফার দলের সঙ্গে ১-১ গোলে ম্যাচ শেষ করল সুব্রত ভট্টাচার্যের দল। প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেলে সবুজ-মেরুন শিবির।
চোট নিয়ে খেলেও গোল করতে ভুল করেননি নাইজেরীয় গোলমেশিন ওডাফা। ২২ মিনিটে কার্যত একক দক্ষতায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ওডাফা। বিরতির ঠিক আগে ব্যারেটোর সাজানো পাস সুনীল ছেত্রী গোলে রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণ ভাবে ম্যাচে ফেরে সালগাঁওকর। ৪৬ মিনিটে ইশফাক আহমেদের গোলে সমতায় ফেরে গতবারের চ্যাম্পিয়নরা।
চিড্ডি, সুয়েকা না খেললেও, সালগাঁওকরের তরুণ বিগ্রেডের আক্রমণাত্মক ফুটবল সামলাতে হিসসিম খেতে হয় সবুজ-মেরুন ডিফেন্সকে। ব্যারেটো ও লিমাকে তুলে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সুব্রত। শেষপর্যন্ত অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচ। আই লিগের শেষ পর্বে ৫টা ম্যাচের মধ্যে ৪টে-তেই ড্র করলেন ওডাফা, ব্যারেটোরা। এই ড্রয়ের ফলে ২৫ ম্যাচ পর মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ৪৪।