Mohammed Shami | World Cup 2023: সাইডলাইন থেকে ফাইফারে ফেরা! সেরা যোদ্ধা বলে দিলেন বড় কথা

Mohammed Shami picked his second World Cup five-wicket haul: বিশ্বকাপে ফিরেই শামি জানিয়ে দিলেন যে এতদিন তাঁর মনের মধ্যে কী ভাবনা-চিন্তা চলেছে!  

Updated By: Oct 22, 2023, 11:15 PM IST
Mohammed Shami  | World Cup 2023: সাইডলাইন থেকে ফাইফারে ফেরা! সেরা যোদ্ধা বলে দিলেন বড় কথা
শামির মুখে কার কথা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচে পাচ! চলতি বিশ্বকাপে টানা পাঁচ ম্য়াচ জিতল টিম ইন্ডিয়া। আর কিউয়ি কাঁটায় বিদ্ধ হল না ভারত। ধরমশালায় একেবারে কাঁটা দিয়ে কাঁটা তুলে নিল রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। রবিবার ভারত চার উইকেটে হারিয়ে দিল কিউয়িদের। আর এই ম্য়াচে ভারতের মাস্টারস্ট্রোক ছিল মহম্মদ শামি (Mohammed Shami)। এদিন শার্দূল ঠাকুরের পরিবর্তে টিম ম্যানেজমেন্ট শামিকে মাঠে নামিয়েছিল। চলতি কাপযুদ্ধের প্রথম ম্য়াচ খেলতে নেমেই শামি বুঝিয়ে দিলেন যে, কোন আগুন তিনি ভিতরে পুষে রেখেছিলেন। ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে, শামি একাই তুলে নিলেন পাঁচ উইকেট! হলেন ম্য়াচের সেরাও। খেলা শেষের পর শামি কথা বললেন, সাইডলাইনে বসা থেকে প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে।

আরও পড়ুন: IND vs NZ | World Cup 2023: ধরমশালার কুয়াশা কাটল কোহলি-জাদেজার রোশনাইয়ে

ম্য়াচের পর শামি বলেন, 'দীর্ঘ সময় পর প্রথম একাদশে ফিরলে, শুরুতেই আত্মবিশ্বাসটা পাওয়া খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্য়াচেই সেটা আমি পেয়েছি।' বিশ্বকাপে টানা চার ম্য়াচ সাইডলাইনে থাকার পর তিনি সুযোগ পেলেন এদিন। এই প্রসঙ্গেও শামির কথা প্রকৃত সিনিয়রের মতোই। শামি বলেন, 'দেখুন যতক্ষণ আপনার দল ভালো করছে, ততক্ষণ সাইডলাইনে থাকা ততটাও কঠিন নয়। যখন দল ও সতীর্থ ভালো করে, তখন, সেটাকেই সমর্থন করা উচিত। এতে আমার কোনও অসুবিধা নেই। উইকেট খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা বিশ্বকাপের প্রথম দুই দলের মধ্যেই।' ৪৮ বছরের বিশ্বকাপের ইতিহাসে শামি প্রথম ভারতীয় বোলার হিসেবে, জোড়া বিশ্বকাপে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড করলেন। শামিকে আর না বসানোর কথাই বলতে শুরু করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা।  এদিন শামি ছাড়াও সিরাজ ও জসপ্রীত বুমরা নিয়েছেন একটি করে উইকেট। দুই উইকেট এসেছে কুলদীপ যাদবের ঝুলিতে। 

আরও পড়ুন: IND vs NZ | World Cup 2023: রোহিত-শুভমনের ঐতিহাসিক রেকর্ড, বাইশ গজে লেখা থাকবে আজীবন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 

.