Mohammed Shami | IND v ENG: '১০ বার চোট পেলেও...', ১৪ মাস পর আন্তর্জাতিক কামব্যাক! ইডেন শুনল শামির লড়াকু গল্প

Mohammed Shami: ১৪ মাস পর আন্তর্জাতিক কামব্যাক করছেন মহম্মদ শামি। জানালেন ১০ বার চোট পেলেও তিনি ফিরে আসবেন...

Updated By: Jan 22, 2025, 11:33 AM IST
Mohammed Shami | IND v ENG: '১০ বার চোট পেলেও...', ১৪ মাস পর আন্তর্জাতিক কামব্যাক! ইডেন শুনল শামির লড়াকু গল্প

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার-গাভাসকর ট্রফির (BGT 2024-25) পর ফের ভারতের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে ৫টি টি-২০আই ও ৩টি ওডিআই ম্যাচ। ২২ জানুয়ারি অর্থাত্‍ বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ (IND vs ENG, 1st T20I)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টি-২০ স্কোয়াড ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে জস বাটলারের ইংল্যান্ডের। আর এদিন সবার চোখ একজনের দিকেই, তিনি জাতীয় দলের সম্পদ-মহম্মদ শামি (Mohammed Shami)। 

১-২ নয়, পাক্কা ১৪ মাস পর আন্তর্জাতিক কামব্যাকের দুয়ারে শামি। ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর জসপ্রীত বুমরার 'পার্টনার ইন ক্রাইম' দেশের জার্সিতে ক্রিকেটের কোনও সংস্করণেই খেলেননি। চোট-আঘাতের জেরে অস্ত্রোপচার এবং ক্রিকেটে ফেরার লড়াইতে চলে গিয়েছে প্রায় দেড়টা বছর। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আয়োজনে বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে শামি ছিলেন অতিথি। সেখানে তিনি ক্রিকেটে ফেরার লড়াকু গল্প শুনিয়েছেন।

আরও পড়ুন: ইডেনে আগুনে ১১ ইংল্যান্ডের! ৬ ফুট ২ ইঞ্চির পেসারের সঙ্গে বিধ্বংসী বাঁ-হাতি ব্যাটার

শামি বলেন, 'আমার মনে হয় দেশের জন্য খেলার খিদেটা কখনও শেষ হওয়া উচিত নয়। যদি আপনি নিজের দেশকে ভালোবাসেন, তাহলে আপনি সবসময় ফিরে আসার জন্য লড়াই চালিয়ে যাবেন। এমনকী ১০ বার চোট পেলেও। যারা রাজ্যের হয়ে খেলে, তাদের মনেও কখনও আসে না যে, আমি ক্রিকেট ছেড়ে দেব বা স্রেফ চলে যাব। ক্রিকেটে আঘাত লাগার পরই মাথায় প্রথম চিন্তা আসে যে, কখন ফিরে আসতে পারব? এটাই গুরুত্বপূর্ণ। 

আপনি কঠোর পরিশ্রমী হলে আপনার আঘাতের প্রকারভেদ যেমনই হোক না কেন, আপনি প্রতিবারই ফিরে আসতে পারবেন। তবে, ফেরার লড়াইয়ে আমি অনেক ম্যাচই খেলালম, কিন্তু আমার মনে হয়নি এটা যথেষ্ট। যদি আমি ক্রিকেট একেবারেই ছেড়ে দেই, তাহলে আমার মনে হয় আমি আর কখনোই ফিরে এসে খেলতে পারব না। যখন আমি আহত হয়েছিলাম, এমনকী আমি টিভিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখছিলাম। বাইরে বসে কোনও ভুল চোখে পড়ে, তখন মনে হ মনে হয় এটা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা মাঠে তা অনুভব করতে পারি না। ভিতরে সেই খিদেটা দরকার। সবটাই সেই নীল ভারতীয় জার্সির কথা। সেই খিদে প্রতিটি খেলোয়াড়ের মধ্যেই থাকা উচিত। মনে করতে হবে দেশের হয়ে খেলার একবারই সুযোগ আসবে।'

শামিকে ফেরাতে কোনও দ্রুততার রাস্তায় হাঁটেনি বিসিসিআই। গত নভেম্বরে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে হোলকার স্টেডিয়ামে বাংলা তাদেরকে ১১ রানে হারিয়েছিল। প্রত্যাবর্তনের ম্যাচে শামি প্রথম ইনিংসে চার উইকেট ও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন। এরপর শামি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৫.৩৬-এর গড়ে তুলে নেন ১১ উইকেট। এরপর বিজয় হাজারে ট্রফিতে শামি পাঁচ ম্যাচে তিন উইকেট পান। এভাবেই শামি ফিরলেন জাতীয় দলে। 

আরও পড়ুন: 'মোটেই ভালো হচ্ছে না'! পাকিস্তানকে চরম অপমান ভারতের, ক্ষোভে ফুঁসছে আয়োজক দেশ...

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.