বিশ্বকাপে এক গ্রুপে মেসি-রোনাল্ডো! কাল লটারি, চলছে জোর জল্পনা

আগামিকাল, শুক্রবার বিশ্বফুটবলে গুরুত্বপূর্ণ দিন। কালকেই ঠিক হয়ে যাবে ব্রাজিল বিশ্বকাপে কোন দেশ কোন গ্রুপে খেলবে। এই জন্য লটারি হবে ব্রাজিলে। লটারির আগে সবার মুখে একটাই প্রশ্ন মেসির আর্জেন্টিনা আর পর্তুগালের রোনাল্ডো এক গ্রুপে পড়ে যাবে না তো! এই নিয়ে শুরু হয়েছে জোর বেটিং।

Updated By: Dec 6, 2013, 03:14 PM IST

আগামিকাল, শুক্রবার বিশ্বফুটবলে গুরুত্বপূর্ণ দিন। কালকেই ঠিক হয়ে যাবে ব্রাজিল বিশ্বকাপে কোন দেশ কোন গ্রুপে খেলবে। এই জন্য লটারি হবে ব্রাজিলে। লটারির আগে সবার মুখে একটাই প্রশ্ন মেসির আর্জেন্টিনা আর পর্তুগালের রোনাল্ডো এক গ্রুপে পড়ে যাবে না তো! এই নিয়ে শুরু হয়েছে জোর বেটিং।

শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে নটায় হবে এই লটারি। লটারির অঙ্ককারা বাছাই দল হিসেবে এক নম্বর পটে থাকবে ?ব্রাজিল আয়োজক হিসেবে৷ অক্টোবরের ফিফার র‌্যাঙ্কিংয়ে তালিকায় প্রথম সাত দল থাকছে৷ আর্জেন্তিনা , বেলজিয়াম , কলম্বিয়া , জার্মানি , স্পেন , সুইত্জারল্যান্ড , উরুগুয়ে৷

বেটিং বিশ্ব বলছে মেসি আর রোনাল্ডো এক গ্রুপে থাকবেন। মেসির আর্জেন্টিনা বাছাই দল হিসাবে থাকবে এক নম্বর পটে। যোগ্যতাঅর্জনের গণ্ডি টপকে মূলপর্বে খেলার টিকিট পাওয়া রোনাল্ডোর পর্তুগাল সেখানে আছে ৪ নম্বর পটে। সেক্ষেত্রে দেখলে হিসাব বলছে মেসি আর রোনাল্ডোর একই গ্রুপে পড়ার সম্ভাবনা থাকছে। আর অনেকেই আশঙ্কা করছেন আর্জেন্টিনা, পর্তুগাল একই গ্রুপে পড়ে যাবে। ড্রয়ের আগে রোনাল্ডোর মুখে কিছুটা সেই আশঙ্কাই ধরা পড়ল। রোনাল্ডো বললেন, প্রার্থনা করছি একটু সহজ গ্রুপে থাকব। সহজ গ্রুপ মানে বাছাই দল হিসাবে সুইজারল্যান্ডকে পাওয়া। তবে বিশেষজ্ঞরা বলছেন, এবারের বিশ্বকাপেই সবচেয়ে শক্ত গ্রুপ হেব। মানে গ্রুপ পর্ব থেকেই অনেক তারকা দল বিদায় নেবে।

এদিকে পর্তুগালের রোনাল্ডো বলছেন, বিশ্বকাপ জয়ের ব্যাপারে ফেভারিট ব্রাজিল, জার্মানি, স্পেন। আর বড় রোনাল্ডো বলছেন, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে চমকে দিতে পারে।

কালকের লটারিতে কে কোথায়

পট ১-আটটি বাছাই করা দেশ
পট ২- আইভরি কোস্ট , ঘানা , আলজেরিয়া , নাইজিরিয়া , ক্যামেরুন , চিলি , ইকুয়েডর৷
পট ৩-- জাপান , ইরান , দক্ষিণ কোরিয়া , অস্ট্রেলিয়া , যুক্তরাষ্ট্র , মেক্সিকো , কোস্তা রিকা , হন্ডুরাস৷
পট ৪-- বসনিয়া , ক্রোয়েশিয়া , ইংল্যান্ড , গ্রিস , ইতালি , নেদারল্যান্ডস , পর্তুগাল , ফ্রান্স , রাশিয়া৷

.