ফিফার বর্ষসেরা গোলের দৌড়ে মেসি-ইব্রা, তালিকায় নেই রোনাল্ডো
দশজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে তিন জন মহিলা ফুটবলারের গোলও।
নিজস্ব প্রতিবেদন : ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের দৌড়ে লিওনেস মেসি এবং জ্লাটান ইব্রাহিমোভিচের গোল। বর্ষসেরা গোলের জন্য দশটি গোলের বাছাই তালিকা প্রকাশ করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। উল্লেখ যোগ্য ভাবে এই তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে তালিকায় জায়গা পেয়েছেন মেসি আর ইব্রা। শেষ পাঁচ বছরের মধ্যে চার বারই পুসকাস পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন এলএমটেন। দশজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে তিন জন মহিলা ফুটবলারের গোলও।
যে দশটি গোল এবার পুসকাস পুরস্কারের জন্য মনোনীত হল দেখে নিন এক নজরে-
(১) ম্যাথিউস কুনহা (আর বিলেইপজিগ)
(২) জ্লাটান ইব্রাহিভোমিচ (এলএ গ্যালাক্সি)
(৩) লিওনেল মেসি (বার্সেলোনা)
(৪) আজারা এনচাউট (ক্যামেরুন)
(৫) ফাবিও কোয়াগ্লিয়ারেলা (স্যাম্পদোরিয়া)
(৬) হুয়ান ফার্নান্দো কুইনতেরো (রিভারপ্লেট)
(৭) অ্যামি রডরিগেজ (উতাহ রয়্যালস)
(৮) বিলি সিম্পসন (ক্লিফটোনভিল লেডিস)
(৯) আন্দ্রোস টাউনসেন্ড (ক্রিস্টাল প্যালেস)
১০) ড্যানিয়েল জোরি (ডেবরেকেন)
#PUSKAS AWARD
The ten candidates have been revealed
Vote now
— FIFA.com (@FIFAcom) August 19, 2019
২০০৯ সাল থেকে বর্ষসেরা গোলের জন্য পুসকাস পুরস্কার দেয় ফিফা। গতবছর এই পুরস্কার পেয়েছিলেন মোহামেদ সালহা। পয়লা সেপ্টেম্বর পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুন - জন্মদিনে গোষ্ঠ পালের হারানো পদ্মশ্রী পদক ফিরে পেতে রাজ্য সরকারের দ্বারস্থ ফুটবলারের পরিবার