কুস্তিগিরদের কেরামতিতে গ্লাসগোয় সোনার জোড়া সংখ্যায় ভারত

গ্লাসগো: কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিনে কুস্তিতে সোনার দিন ভারতের । 

Updated By: Jul 30, 2014, 08:45 AM IST

ষষ্ঠ দিনের শেষে ভারতের পদক-
সোনা: ১০টি, রুপো: ১৫টি, ব্রোঞ্জ-১১টি, মোট ৩৬টি পদক। পদক তালিকায় ৬ নম্বরে।

গ্লাসগো: কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিনে কুস্তিতে সোনার দিন ভারতের ।  মহিলা ও পুরুষ বিভাগ  মিলিয়ে তিনটি সোনা জিতে নজির গড়ল ভারত। সাতান্ন কেজি বিভাগে নাইজেরিয়ার ওয়েলসনকে হারিয়ে সোনা পান অমিত কুমার। অধিপত্য নিয়ে খেলে ছয়-দুই পয়েন্টে জিতছেন অমিত।

অমিত সোনা জেতার কিছুক্ষণের মধ্যেই মহিলাদের কুস্তিতে সোনা জেতেন ভিনেশ। ৪৮ কেজি বিভাগে ইংল্যান্ডের প্রতিপক্ষ র‍্যাটিগানকে ১১-৮ পয়েন্টে হারিয়ে সোনা পেলেন ভিনেশ ফোগাট। অন্যদিকে ৭৪ কেজি বিভাগে পাক বধ করলেন সুশীল কুমার। কামার আব্বাসকে সহজেই হারালেন সুশীল। কমনওয়েলথে শুটিংয়ে দাপট অব্যাহত ভারতের। ষষ্ঠ দিন শুটিং থেকে ভারতের ঝুলিতে পদক এনে দিলেন মানবজিতরা।

অন্যদিকে, গেমসের ষষ্ঠ দিনেও শ্যুটিংয়ে ভারতের সাফল্য অব্যাহত।  পুরুষদের পঁচিশ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে রুপো জিতলেন হারপ্রীত সিং। যোগ্যতাঅর্জন রাউন্ডে শীর্ষে থেকে ফাইনাল রাউন্ডে ওঠার পর রুপো পেলেন হরিয়ানার তেত্রিশ বছর বয়সি এই শ্যুটার। তবে একই ইভেন্টে যোগ্যতাঅর্জন পর্ব থেকেই ছিটকে গেলেন লন্ডন অলিম্পিক্সে  রুপোজয়ী শ্যুটার বিজয় কুমার। সপ্তম স্থানে শেষ করেন বিজয়। অন্যদিকে পুরুষদের ট্রাপ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মানবজিত সিং সান্ধু। অস্ট্রেলিয়ার মাইকেল ডায়মন্ডকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করলেন মানবজিত। এবারের কমনওয়েলথ গেমসে দ্বিতীয় পদক পান গগন নারাং। পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিসনে ব্রোঞ্জ পান গগন। একই ইভেন্টে রুপো পান ভারতীয় শুটার সঞ্জীব রাজপুত।

পদক তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া (৩৪টি সোনা, ৩১টি রুপো, ৩৬টি ব্রোঞ্জ সহ মোট ১০১টি পদক)
পদক তালিকায় দ্বিতীয় ইংল্যান্ড (৩৩টি সোনা, ৩৩টি রুপো, ২৭টি ব্রোঞ্জ সহ ৯৩টি পদক)
পদক তালিকায় তৃতীয় কানাডা (১৬টি সোনা, ৫টি রুপো, ১৮টি ব্রোঞ্জ সহ মোট ৩৯টি পদক)
পদক তালিকায় ভারত ষষ্ঠ স্থানে (সোনা: ১০টি, রুপো: ১৫টি, ব্রোঞ্জ-১১টি, মোট ৩৬টি পদক)

.