জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
ম্যাঞ্চেস্টার ডার্বিতে হারের রেশ কাটিয়ে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।লিগ কাপের ম্যাচে অলডারশট টাউনকে তিন-শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউ।
Updated By: Oct 26, 2011, 05:48 PM IST
ম্যাঞ্চেস্টার ডার্বিতে হারের রেশ কাটিয়ে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিগ কাপের ম্যাচে অলডারশট টাউনকে তিন-শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউ। প্রতিপক্ষকে বিন্দুমাত্র হালকাভাবে না নিয়ে প্রায় সেরা একাদশই মাঠে নামিয়েছিলেন ম্যান ইউ কোচ। প্রথমার্ধেই বার্বাটোভ আর মাইকেল ওয়েনের গোলে দুই-শূন্য গোলে এগিয়ে যায় ইংল্যান্ডের চ্যাম্পিয়ন দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে দুরন্ত শটে অনবদ্য গোল করে ম্যান ইউয়ের জয় নিশ্চিত করে দেন অ্যান্টনিও ভ্যালেন্সিয়া।