21 December 2020, 19:15 PM
ফতোরদা স্টেডিয়ামে (Fatorda Stadium) বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)-র মুখোমুখি হাবাসের এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। চলতি মরসুমে এখনও অপরাজিত সুনীল ছেত্রীরা। সুনীলদের অপরাজিত দৌড় থামাতে মরিয়া রয় কৃষ্ণারা (Roy Krishna)। ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। সমসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC)
একনজরে দেখে নিন প্রথম একাদশ ..
LINE-UPS | #ATKMBBFC
Here's how @atkmohunbaganfc and @bengalurufc will take the field for tonight's big clash in Fatorda!
Live updates https://t.co/NUqoGvhOYT #HeroISL #LetsFootball pic.twitter.com/rU5i0y5lbt
— Indian Super League (@IndSuperLeague) December 21, 2020
১' - এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) খেলা শুরু ফতোরদা স্টেডিয়ামে ..
৫' - হলুদ কার্ড দেখলেন বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) জুনান (Juanan)
১০'- এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) সেয়ানে সেয়ানে লড়াই চলছে। বল পজেশনে ৫২% এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)-এর। অন্যদিকে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)-র বল পজেশন ৪৮%।
২০'- ২০ মিনিট খেলা হয়ে গিয়েছে। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবং বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ম্যাচ এখনও ০-০
৩০'- প্রথমার্ধের ৩০ মিনিট খেলা অতিক্রান্ত। রয় কৃষ্ণা, মনবীর সিং, ডেভিড উইলিয়ামসরা বেঙ্গালুরু এফসি-র গোল মুখে যেমন আক্রমণ করেছে। তেমনই বেঙ্গালুরুরও এটিকে মোহনবাগানের রক্ষণকে ব্যস্ত রেখেছে। কিন্তু গোলের দেখা নেই। স্কোর লাইন ০-০
৩৩'- কার্ল ম্যাকহিউজের পাস থেকে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১, বেঙ্গালুরু এফসি-০
33'@willo_15 breaks the deadlock for us with a stunner.#ATKMohunBagan 1-0 #BengaluruFC#JoyMohunBagan #Mariners #ATKMBBFC #IndianFootball pic.twitter.com/DsivWe5j2a
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 21, 2020
৪৩'- বেঙ্গালুরু এফসি-র রাহুল ভেকে হলুদ কার্ড দেখলেন, স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১, বেঙ্গালুরু এফসি-০
৪৫'- হাফ টাইম ...স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১, বেঙ্গালুরু এফসি-০
HALF-TIME | #ATKMBBFC @willo_15's first @atkmohunbaganfc colours is the difference in Fatorda so far!#HeroISL #LetsFootball pic.twitter.com/xXdPqPZuEf
— Indian Super League (@IndSuperLeague) December 21, 2020
৪৬'- দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল .. স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১ (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০
৫১'- ২-০ করার সুযোগ এসে গিয়েছিল ডেভিড উইলিয়ামসের কাছে, কিন্তু গোল হয়নি, স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১ (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০
৬৫'- দ্বিতীয়ার্ধে ২০ মিনিট খেলা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের চারটি পরিবর্তন করে ফেলেছে। স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১ (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০
৭৩'- সহজ সুযোগ হাতছাড়া করে বেঙ্গালুরু এফসি-র ক্লেইটন সিলভা। স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১ (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০
৭৬'- মনবীর সিংয়ের কাছে সুযোগ চলে এসেছিল গোলের। কিন্তু দুরন্ত সেভ করেন গুরপ্রীত সিং সান্ধু। স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১ (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০
৮৫'- সমতা ফেরাতে মরিয়া বেঙ্গালুরু এফসি। এদিকে এটিকে মোহনবাগানের দুর্গ রক্ষা করছেন অরিন্দমরা। স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১ (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০
৯০'- দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ইনজুরি টাইম ... স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১ (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০
৯০'+৫'- খেলা শেষ। এটিকে মোহনবাগান ১-০ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসিকে। স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১ (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০
৭ ম্যাচ শেষে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) পয়েন্ট ১৬। অন্যদিকে ৭ ম্যাচ শেষে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) পয়েন্ট ১২।